সাতক্ষীরায় পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে পুলিশ সদস্যদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

- আপডেট সময় : ০১:৪৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের পরিবারের মাঝে পুলিশ সুপার,মহোদয় কর্তৃক ঈদ উপহার সামগ্রী বিতরণ।
জিএমআবু জাফর সাতক্ষীরা জেলা প্রতিনিধি: ০৯ এপ্রিল পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশ,সাতক্ষীরার আয়োজনে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী মহোদয়।
আসন্ন ঈদের আনন্দ পুলিশ সদস্যদের সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য পুলিশ সুপার, সাতক্ষীরা মহোদয় এই উদ্যোগ গ্রহণ করেন। সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মরত সদস্যবৃন্দ, আউটসোর্সিং সদস্যবৃন্দ এবং সিভিল স্টাফবৃন্দ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী গ্রহণ করে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব মোঃ আতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),মো: ইয়াসিন আলম চৌধুরী, পুলিশ পরিদর্শক(নি:), ডিআইও-১, এস,এম জাকির হোসেন, পুলিশ পরিদর্শক(স:), আর.আই, পুলিশ লাইন্স, সাতক্ষীরা সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।