সাতক্ষীরায় ডা. অপরাজিতা আখির আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৫:৫০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার:মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।
শশুর বাড়ির পরিবারের মানসিক নির্যাতনে ইন্টারনি চিকিৎসক অপরাজিতা রায়ের আত্মহত্যায় প্ররোচিত করার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১২ টায় মেডিকেল কলেজের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে উক্ত কর্মসূচি পালিত হয়। এসময় মেডিকেল কলেজের পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, মেডিকেল কলেজের ইন্টার্ন শিক্ষার্থী অপরাজিতা রায় গত কয়েক মাস আগে চিকিৎসক রাহুল দেব বিশ্বাসের সাথে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মৃত অপরাজিতা রায়ের শ্বশুর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা, শঙ্কর প্রসাদ বিশ্বাস। কিন্তু বিয়ের পর থেকে অপরাজিতার স্বামীর সংসারে মানসিক নির্যাতনের কারণে তাদের দাম্পত্য জীবন দুর্বিসহ হয়ে ওঠে। যার কারণে অপরাজিতা কয়েক দিন তার বাবার বাড়ি যশোর জেলার অভয়নগরে চলে যায়। একপর্যায়ে গত শুক্রবার বাবার বাড়িতে আত্মহত্যা করে।
এখবর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ছড়িয়ে পড়লে বিক্ষিপ্ত মেডিকেল শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করে। এসময় শিক্ষার্থীরা আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তি ও গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শঙ্কর প্রসাদের অপসারণ দাবি করেন।