সাংবাদিক শফিউজ্জামান রানার মুক্তির দাবীতে পলাশবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
- আপডেট সময় : ০৯:৪৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
স্টাফ- রিপোটার:
সকল কলম সৈনিক এক হও, এক হও’ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলো “এই শ্লোগাণ কে সামনে রেখে দৈনিক দেশ রুপান্তরের সাংবাদিক শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড প্রদান ও সারাদেশে সাংবাদিক নির্যাতন, হয়রানির প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ী সাংবাদিক সমাজের আয়োজনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি ফজলুল হক দুদু এর সভাপতিত্বে ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম এর আহবানে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সহ সভাপতি সাইদুর রহমান প্রধান, সহ সভাপতি নুরুল ইসলাম,প্রেসক্লাব পলাশবাড়ীর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম,সাংবাদিক মতিন মোহাম্মাদসহ অন্যান্যরা। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিস্ট পার্টি সভাপতি আব্দুল্লাহ আদিল নান্নু। এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
বক্তারা,নকলা উপজেলার সাংবাদিক শফিউজ্জামান রানা কে কারাদন্ড প্রদানের প্রতিবাদে নিন্দা জ্ঞাপন করেন এবং সাংবাদিক শফিউজ্জামান রানার নি:শর্ত মুক্তি দাবী করেন। এছাড়া সাংবাদিক কে নির্যাতন ও হয়রানিকারি ইউএনও এবং এসিল্যান্ডের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।