সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মশতবার্ষিকী
- আপডেট সময় : ১০:১৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-বাঙালির নেতা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালে ১৭ মার্চ আজকের এইদিনে বাঙ্গালি জাতির মুক্তির অগ্রদূত গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সারাদিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। আজ ১৭ মার্চ ২০২৪ খ্রিঃ সকাল ০৯:০০ ঘটিকায় যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধাভরে পুষ্পস্তবক অর্পন করেন জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স।
জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার, ফোর্স ও জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনিব হাসি সবার ঘরে” প্রতিপাদ্য সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এসময় আরও উপস্থিত ছিলেন জনাব শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ-পরিচালক স্থানীয় সরকার, চুয়াডাঙ্গা; জনাব এ.কে.এম সাইফুল রশিদ, অধ্যক্ষ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ; জনাব মাহফুজুর রহমান মঞ্জু, চেয়ারম্যান, জেলা পরিষদ চুয়াডাঙ্গা; জনাব জাহাঙ্গীর আলম মালিক খোকন, মেয়র, চুয়াডাঙ্গা পৌরসভা; জনাব আসাদুল হক বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান, চুয়াডাঙ্গা; জনাব মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); চুয়াডাঙ্গা; জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; জাতির সূর্য্য সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ; বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা; স্কুলের শিক্ষক ও কোমলমতি ছাত্রছাত্রীরা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।