সরকার তিনটি রাজনৈতিক দলকে খুশি রাখার চেষ্টা করছে: এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
- আপডেট সময় : ০৯:২৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

রাসেল হোসেন,ঝিনাইদহ প্রতিনিধি:এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বর্তমান সরকার তিনটি রাজনৈতিক দলকে কোনো না কোনোভাবে সব সময় খুশি রাখার চেষ্টা করছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের আহার রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমানে দেশে রাজনৈতিক দলগুলোর সংঘর্ষে পুলিশ প্রশাসন কার্যকর ভূমিকা নিতে পারছে না। আইনশৃঙ্খলার পরিস্থিতি অনেক দুর্বল হয়ে পড়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর মানুষ গণতান্ত্রিক পরিবর্তনের আশা করেছিল, কিন্তু এখনো দুর্নীতি, কর্মকর্তাদের বদলির বাণিজ্য, সুদ-ঘুষসহ নানা অভিযোগ পাওয়া যায়।
রাজনৈতিক দলের ব্যর্থতার প্রসঙ্গে মজিবুর রহমান মঞ্জু বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা একটি শক্ত রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারিনি। দেশে লাখ লাখ বেকার যুবক আছে, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায় না, শ্রমিক ন্যায্য মজুরি পায় না। সমাজে ধনী-গরিবের বৈষম্য এখনো বিদ্যমান, নাগরিক নিরাপত্তা নিশ্চিত হয়নি।
তিনি বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা হওয়া উচিত ছিল কে বেশি বেকারত্ব ঘুচাতে পেরেছে, কে বেশি জেলায় উন্নয়ন করেছে। কিন্তু আমরা যুগের পর যুগ ধরে নেতার প্রশংসা, কে জাতির পিতা, কে স্বাধীনতার ঘোষক, কে ভারতের দালাল এসব অপ্রয়োজনীয় বিতর্কেই জড়িয়ে আছি।
২৪-এর গণঅভ্যুত্থানের পরও রাজনৈতিক অসহিষ্ণুতা না কমায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এখনও দলগুলোর মধ্যে একে অপরকে অপমান ও অসম্মান করার সংস্কৃতি চলছে। জনগণকে এখন প্রশ্ন করতে হবে কে আমাদের বেকারত্ব ঘুচাবে, কে উন্নয়নে কাজ করবে।
এবি পার্টির লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, আমরা মুখস্থ ওয়াজ নয়, সমস্যা সমাধানের পরিকল্পনা নিয়ে কাজ করব। দেশে ২০ থেকে ২২টি বড় সমস্যা আছে, যার সমাধান করতে পারলে দেশ এগিয়ে যাবে। বর্তমানে ২৫ লাখ বেকার রয়েছে আমাদের অগ্রাধিকার হবে তাদের কর্মসংস্থান।
তিনি আরও বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান প্রমাণ করেছে, জনগণ আর নেতার নামে স্লোগান দিতে চায় না; তারা চায় কেমন রাষ্ট্র হবে তা নির্ধারণ করতে।
আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতির সমালোচনা করে মজিবুর রহমান মঞ্জু বলেন, তারা বলেছিল ১০ টাকা সের চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেবে এসব অবাস্তব প্রতিশ্রুতি শুধু জনগণকে খুশি করার জন্যই দেওয়া হয়েছিল।
তিনি আহ্বান জানান, বিগত আওয়ামী সরকারের বিচার হোক, তারা যেন নিজেদের ভুল বুঝে ফিরে আসে। জাতীয় পার্টিও আওয়ামী লীগের ফ্যাসিবাদে সহযোগিতা করে ভুল করেছে এখন তাদের উচিত জাতির কাছে ভুল স্বীকার করে নতুনভাবে রাজনীতি শুরু করা।
মতবিনিময় শেষে এবি পার্টির চেয়ারম্যান ঝিনাইদহ জেলার তিনটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঝিনাইদহ-১ আসনে অ্যাডভোকেট মতিয়ার রহমান, ঝিনাইদহ-২ আসনে হাদিউজ্জামান খোকন, ঝিনাইদহ-৩ আসনে মুফতি মুজাহিদুল ইসলাম
সভায় জেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




















