সরকার উৎখাতে ছাত্রলীগের ঝটিকা মিছিলকারী গ্রেপ্তার-৮

- আপডেট সময় : ০৮:৫৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ২৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ:চট্টগ্রাম আগ্রাবাদে সরকার উৎখাতের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)। সিএমপির কঠোর নজরদারি সক্রিয়তায় ডবলমুরিং থানা পুলিশ আগ্রাবাদ এলাকায় অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে ঝটিকা মিছিলের জড়িতদের আটক করা হয়।
আটকৃতরা হলেন মো. জাফর প্রকাশ সানজিদ, বাহারুল হোসেন রকি, মোঃ পিয়াস, মোঃ আল আমিন শেখ, মোঃ আমির হোসেন বাচ্চু এবং মোঃ রাব্বী। তারা নগরীর ডবলমুরিং এলাকার বিভিন্ন স্থানের বাসিন্দা। ভিডিও দেখে শ্রমিক লীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৮ নেতাকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, তারা সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করেছিল।
ঘটনা সম্পর্কে ডবলমুরিং থানার ওসি বাবুল জানান, ১০ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের বিপরীত পাশে ডেবার দক্ষিণপাড় গলির মুখে রাস্তার উপর থেকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আটক হন।
ওসি জানান, গ্রেপ্তারকৃতরা সরকার উৎখাতের উদ্দেশ্যে মিছিল করছিল। এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় মামলা নং-১০ দায়ের করা হয়েছে।
ওসি আরো জানান, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ধারা অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য : গতকাল আগ্রাবাদে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নগরের আগ্রাবাদ এলাকায় বন্দরমুখী সড়কে মিছিল করছেন ১২ থেকে ১৫ জন ব্যক্তি। তাঁদের হাতে একটি ব্যানার ছিল। সেখানে লেখা—‘শেখ হাসিনা ফিরবেই, বিজয় আসবেই’। ব্যানারের নিচে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাম লেখা ছিল।