সরকারের প্রতিটি উন্নয়ন হবে জনকল্যানমুখী-আবুল হাসানাত আবদুল্লাহ
- আপডেট সময় : ০৬:১৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
সরকারের প্রতিটি উন্নয়ন হবে জনকল্যানমুখী-আবুল হাসানাত আবদুল্লাহ
আশরাফ উদ্দিন বরিশাল জেলা প্রতিনিধিঃ-
জাতির পিতা বঙ্গবন্ধুর ভাগ্নে ও পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীণ কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন, সরকারের প্রতিটি উন্নয়নমূলক কাজ হতে হবে জনকল্যানমুখী। পাশাপাশি প্রতিটি সেক্টরকে স্মার্ট হতে হবে। আগৈলঝাড়া- গৌরনদী নিয়ে গঠিত বরিশাল-১ আসন থেকে পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নিজ নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সাথে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি আরও বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যেহেতু দলীয় প্রতীক থাকছে না, তাই স্বাধীনতাবিরোধী চক্র উপজেলা নির্বাচনসহ তাদের মনগড়া নানা ইস্যু তৈরি করে ফের ষড়যন্ত্র শুরু করেছে। তাই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে গৌরনদী পৌরসভার সভা কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বরিশাল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান আবদুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী পৌরসভার মেয়র মো. হারিছুর রহমান, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান, আগৈলঝাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সারেহ মো. লিটন, ভাইস চেয়ারম্যানবৃন্দ, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুসহ ইউপি চেয়ারম্যানগণ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দরা উপস্থিত ছিলেন।