সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৪৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় ৫ দফা দাবিসহ গত ৮ নভেম্বর ২০২৫ তারিখে ঐতিহাসিক শাহবাগ চত্বরে সহকারী শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আজ শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকালে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনটি রাজধানীর সেগুনবাগিচা এলাকার ক্রাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক নেতারা পুলিশের অমানবিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন— “দেশের ভবিষ্যৎ নির্মাণের কারিগর প্রাথমিক শিক্ষকরা আজও অবহেলিত। ১০ম গ্রেডসহ ৫ দফা ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
তারা আরও বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও হামলা হলো মানবাধিকারের চরম লঙ্ঘন। আহত শিক্ষকদের দ্রুত চিকিৎসা প্রদান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে শিক্ষকরা আশা প্রকাশ করেন— সরকার শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বিবেচনা করবে এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নে সহযোগিতা করবে।
অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি।
























