সভাপতি আলী আকবর সাঃ সম্পাদক আবু বক্কর সিদ্দিক নির্বাচিত।
- আপডেট সময় : ০৬:২৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ২২২ বার পড়া হয়েছে
গোলাম রব্বানী
হরিপুর উপজেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, হরিপুর উপজেলা শাখার কাউন্সিল ২০২৪ নির্বাচনে সভাপতি পদে আলী আকবর, প্রধান শিক্ষক, তিনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ও সাধারণ সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিক, নন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন । বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হরিপুর উপজেলা শাখার কাউন্সিল নির্বাচন উপজেলা হলরুমে দুপুর ১২:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয় ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল ইসলাম সুজন- জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও- ০২ ।
গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান, চেয়ারম্যান উপজেলা পরিষদ, হরিপুর ঠাকুরগাঁও এবং সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা। মোহাম্মদ আরিফুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার হরিপুর ঠাকুরগাঁও।
অধ্যক্ষ মোঃ সৈয়দুর রহমান সরকারি মোসলেম উদ্দিন কলেজ, হরিপুর- ঠাকুরগাঁও।
এস এম আলমগীর, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, হরিপুর উপজেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল কাইয়ুম পুষ্প, উপজেলা ভাইস চেয়ারম্যান ও সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা। মোছাম্মৎ মোতাহারা পারভীন সুমি, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ হরিপুর ঠাকুরগাঁও ।
মোহাম্মদ আনিসুজ্জামান শান্ত সদস্য, জেলা পরিষদ ঠাকুরগাঁও ।এম এ জাহিদ ইবনে সুলতান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হরিপুর- ঠাকুরগাঁও।
প্রভাষক মোঃ মনোয়ারুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কমল কুমার রায়, সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা।
মোহাম্মদ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি, ঠাকুরগাঁও জেলা প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে সভাপতি আলী আকবর ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এর নাম ঘোষণা করেন।