সন্ত্রাসী ও অপরাধীদের সাথে কোন আপোষ হবেনা

- আপডেট সময় : ০৫:২৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে

সন্ত্রাসী ও অপরাধীদের সাথে কোন আপোষ হবেনা
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে বিট পুলিশিং সভায় ওসি রাশেদুল ইসলাম রাশেদ। অপরাধ ও অপরাধীদের সাথে কোন আপোষ হবেনা ।মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে । চরম্বায় কিছুদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটি গ্রুপ শান্ত চরম্বাকে অশান্ত করার চেষ্ঠা চালাচ্ছে। এসব অপরাধীকে আমরা কোন প্রকার ছাড় দিবনা। অন্যায়কারীরা যে দলের হোক না কেন, কোন ধরণের অন্যায়কে বরদাস্ত করা হবেনা। আমরা থানা পুলিশ গভীর রাতেও যেকোন ঘটনায় আপনাদের পাশে সেবা দিতে প্রস্তুত রয়েছি। ২৯ ফেব্রুয়ারি সকালে লোহাগাড়া থানা পুলিশের আয়োজনে উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম উপরোক্ত কথাগুলো বলেন। চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া থানার এসআই, চরম্বার বিট পুলিশিং অফিসার এসআই মোঃ সাজ্জাদ, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চরম্বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান, সা্ধারণ সম্পাদক মোঃ আছহাব উদ্দিন প্রমূখ। এসময় অন্যান্য জনপ্রতিনিধি,সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।