সনাতন ধর্মাম্বলিদের মাঘী পূর্ণিমা মেলা

- আপডেট সময় : ০১:৩৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে

সনাতন ধর্মাম্বলিদের মাঘী পূর্ণিমা মেলা
নিজেস্ব প্রতিনিধি
টাঙ্গাইল জেলাস্থ কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ বাজারের উত্তর পার্শ্বে অবস্থিত প্রায় দেড় শতক বছর ধরে সনাতন ধর্মাবলীদের আয়োজনে মাঘী পূর্ণিমা মেলা উৎসবের আয়োজন করেছে।
জানা যায়, সনাতন ধর্মাবলীরা তাদের পূর্বপুরুষের ন্যায়-নীতিকে আকড়ে ধরে এ মেলা উদযাপন করে আসছে প্রায় দেড়শত বছর ধরে। এই মেলার মূল উদ্দেশ্য হিসেবে তারা পালন করে আসছে সংযুক্ত মন্দিরের পাশে পলাতিবিল নামে স্থানে ভক্তরা তাদের মননিবেশ আকাঙ্ক্ষা পাওয়ার জন্য মান্নতি করে স্নান করতে হয়। সনাতনেরা ভোর পাঁচটা হতেই পলাতি এসে তাদের মান্নতি হিসেবে স্বর্ণ অলংকার, সোনা, রুপা, টাকা-পয়সা হাঁস মুরগি ইত্যাদি পলাতি বিলে নিক্ষেপ করে এবং স্নান করে চলে আসে।
সনাতনের পূর্বপুরুষদের ধারাবাহিকতায় জানতে পারা যায় যে, যাদের সন্তান হয় না, তারা এ পলাতি বিলে সন্তান চেয়ে মানতি করে তাদের ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করে।
এ মাঘী পূর্ণিমা মেলা উপলক্ষে আউলিয়াবাদ বাজারে বিশাল একটি মেলার আয়োজন করা হয়, এখানে দূর দূরান্ত থেকে এসে বিভিন্ন শ্রেণীর মানুষগণ বাঁশের তৈরি বিভিন্ন প্রকার সামগ্রী, লোহার তৈরি বিভিন্ন প্রকার সামগ্রী, বিশেষ করে মিষ্টান্ন জিলাপি, রুটি দিয়ে মিষ্টি খাওয়া এবং বাচ্চাদের বিভিন্ন প্রকার খেলনা সামগ্রী নিয়ে এ মেলার আয়োজন করা হয়। এই মেলাতে সনাতনদের সাথে বিভিন্ন ধর্মের মানুষগুলো একত্রে হয়ে দেখা যায় এ মেলায় অংশগ্রহণ করে আসছে।