শ্রীমঙ্গলে রোজার আগেই অস্থির সবজি বাজার, আবারো বেড়েছে সবজির দাম
- আপডেট সময় : ০৯:১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গলে রোজার আগেই অস্থির সবজি বাজার,
আবারো বেড়েছে সবজির দাম
স্টাফ রিপোর্টার:-
শ্রীমঙ্গলে সবজির দাম সপ্তাহখানেক আগেও কিছুটা কম ছিল, ইফতারি তৈরিতে ব্যবহৃত হয় এমন সবজির দাম এখন বাড়তির দিকে। ক্রেতা ও বিক্রেতারা বলছেন প্রতি কেজি সবজিতে অন্তত ১০ থেকে ২০ টাকা বেড়েছে। এই দাম আরও কিছুটা বাড়ার আশঙ্কা করছেন সবজি বিক্রেতারা।
সোমবার(১১ মার্চ) সকালে সরেজমিনে শ্রীমঙ্গলের নতুন বাজারে গিয়ে দেখা যায়,শিম প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা, মুলা প্রতি কেজি ৩০ টাকা, টমেটো প্রতি কেজি ৪০ টাকা, গাজর প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকা, বেগুন রকম ভেদে প্রতি কেজি বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা, শসা প্রতি কেজি ৫০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৫০ টাকা। লাউ প্রতি পিসি বিক্রি হয়েছে আকার ভেদে ৫০ থেকে ৭০ টাকায়। প্রতি হালি লেবু ২০ থেকে ৪০ টাকা, প্রতি কেজি সজনে বিক্রি হয়েছে ১৮০ টাকা, বরবটি ৫০ টাকা, প্রতি কেজি করলা ৬০ টাকায় বিক্রি করতে দেখা যায়।
সবজির পাইকারী বিক্রেতা খালেদ জানান, প্রতিটি সবজির দাম কেজিতে অন্তত ১০ থেকে ২০ টাকা বেড়েছে। শীতকালীন সবজি শেষ হয়ে যাওয়া এবং অনেক সবজির ক্ষেতে ধান লাগানোর কারণে সবজির উৎপাদন কমে গেছে। সেই কারণে সবজির সরবরাহ কম থাকায় দাম একটু বাড়তি। ‘রমজান উপলক্ষে বেগুন, শসা, লেবু, গাজর টমেটো এসব জিনিসের দাম কিছুটা বাড়তি।
ক্রেতা আব্দুস শুকুর বলেন, ‘টমেটো, বেগুন, করলাসহ অধিকাংশ সবজি ১ সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। গত সপ্তাহে টমেটো কিনলাম ৩০ টাকা আজ কিনলাম ৪০ টাকায়, শশা কিনেছিলাম ৪০ টাকায় আজ কিনেছি ৬০ টাকায়। দাম শুধু বাড়ে, কমে না।’
রিক্সা চালক ফরিদ বলেন, রোজার আগেই সবজি-তরকারির দাম বাড়া শুরু হয়ে গেছে। আমাদের স্বল্প আয়ে পরিবারের খরচ যোগাতে হিমিশিম খেতে হচ্ছে। যদি এভাবেই দাম বাড়তেই থাকে, তাহলে আমদের অবস্থা কী হবে?