শ্রীপুরে যুক্ত সন্তান ভূমিষ্ঠ

- আপডেট সময় : ১১:১৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:- মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছি গ্রামে যুক্ত সন্তানের জন্ম হয়েছে। হতদরিদ্র হামিদ শেখ ও মিতা দম্পতির ঘরে নবজাতকদের পেট নিচ থেকে যুক্ত।
তাদের পেটের উপরিভাগ স্বাভাবিক থাকলেও তাদের ১ টি পেট, ১টি পুরুষাঙ্গ, ৩টি পা, আবার এক পায়ে ৮ টি আঙ্গুল রয়েছে। শনিবার রাত ১ টার দিকে নিজ বাড়িতে তারা ভূমিষ্ঠ হয়।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নবজাতকদের দেখতে মানুষ ভিড় করছেন। প্রসূতি মিতা দ্বারিয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এবং যুক্ত সন্তানদের ফরিদপুর শিশু হাসপাতালে নেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল হাই জানান, শিশুটি সম্পূর্ণ অস্বাভাবিকভাবে জন্ম দিয়েছে। মলদ্বার পাওয়া যায়নি। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর শিশু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, এ পরিবারটি খুবই অসহায়। ৩ মেয়ের পর পুত্র সন্তানের জন্ম হলেও তা যুক্ত।
তাদের পিতা হামিদ শেখ জানান, আমি খুবই অসহায়। রাজমিস্ত্রির যোগালের কাজ করি। আমার অসহায়ত্বের জন্য আমার এক মেয়ে তার খালার কাছে মানুষ হচ্ছে। মা ও শিশুর চিকিৎসার খরচ বহন করার মত আর্থিক সামর্থ আমার নেই।