শ্যামনগর গাবুরা ইউনিয়নে খোলপাটুয়া নদীতে ভাঙন
- আপডেট সময় : ০২:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ,শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা বেড়িবাঁধ সংলগ্ন খোল পাটুয়া নদীতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে নদীর চর অংশ ভেঙে পড়ায় এলাকাবাসী এখন তীব্র উদ্বেগের মধ্যে রয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খবর পেয়ে সাথে সাথে বালুভর্তি জিও বস্তা ডাম্পিং কাজ শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গাবুরা ইউনিয়নে সরকারের একটি মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। খোলপাটুয়া নদীর তীর দুর্বল হয়ে পড়ার ফলে সাম্প্রতিক জোয়ারের চাপেই নদীর চর অংশ ধসে পড়ছে বলে জানাযায়। এলাকাবাসীরা বলেন, আমরা প্রতিদিন দেখি নদীর চরের মাটি খসে পড়ছে। যদি এখনই প্রতিরোধ ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে বেড়িবাঁধ ভেঙে আমাদের গ্রাম পানিতে তলিয়ে যাবে।স্থানীয় জনপ্রতিনিধি জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পর ভাঙন রোধে বালুর বস্তা ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে টেকসই বাঁধ নির্মাণ না করা পর্যন্ত প্রকৃত সমাধান আসবে না।


















