শ্যামনগরে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে আলোচনা সভা

- আপডেট সময় : ০৭:২৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ,শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ওয়াটারএইড ও রুপান্তর এর উদ্যোগে মঙ্গলবার শ্যামনগর অফিসার্স ক্লাবের হলরুমে উক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে ২৮ মে বিশ^ মাসিক স্বাস্থ্য বিধি দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র্যালী বের করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন, সামাজিক কুসংস্কার হটিয়ে আজ সকলে সচেতন বলে পিরিয়ডজনিত রোগে আক্রান্তের হার কমে এসেছে। এমন অনুষ্ঠানে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহন নিশ্চিতভাবে আয়োজনের মুল উদ্দেশ্যকে সফল করবে। এসময় দিবসের গুরুত্ব বিবেচনায় নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন সফিক, একাডেমিক সুপার ভাইজার মিনা হাবিবুর রহমান, সামিউল মনির প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীর পাশপাশি কর্মজীবী নারীরাও বক্তবক্তব্য রাখেন। রুপান্তরের ম্যানেজার তসলিম আহমেদ সরদার টংকার সঞ্চালনা করেন।