শ্যামনগরে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অংশিজনদের সক্ষমতা উন্নয়ন কর্মশালা

- আপডেট সময় : ১০:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় অংশিজনদের জলবায়ু পরিবর্তন ও এর বহুমাত্রিক প্রভাব মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সুশীলন টাইগার পয়েন্টের হল রুমে এ কর্মশালার আয়োজন করে ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া- বাংলাদেশ (ক্যানসা বাংলাদেশ), ইসলামিক রিলিফ বাংলাদেশ, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, সিপিআরডি, সুশীলান ও এসডিএস।জলবায়ু পরিবর্তন, এর প্রভাব এবং সম্পর্কিত নীতি, কার্যক্রম ও জলবায়ু তহবিল বিষয়ে স্থানীয় স্টেকহোল্ডারদের সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুশীলনের প্রধান নির্বাহী মোস্তফা নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ক্যানসা বিডির চেয়ারপার্সন মোহাম্মদ শাহাজাহান, এসডিএস-এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম, সুশীলনের উপ-প্রধান নির্বাহী মোঃ নাসির উদ্দিন ফারুক, ইসলামিক রিলিফের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন এবং গবেষণা ও অ্যাডভোকেসি সহকারী ব্যবস্থাপক শেখ নূর আতায়া রাব্বি।কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা, যুব নেট বাংলাদেশের প্রতিনিধি, কমিউনিটি সংগঠন, স্থানীয় ও আন্তর্জাতিক এনজিও কর্মী, জলবায়ু সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের অংশিজনরা অংশ নেন।আলোচকরা বলেন, উপকূলীয় জনপদ শ্যামনগর জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। তাই স্থানীয় পর্যায়ে সচেতনতা, জলবায়ু তহবিলের যথাযথ ব্যবহার এবং প্রকল্প প্রস্তাব তৈরির সক্ষমতা অর্জন অত্যন্ত জরুরি।কর্মশালার মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের মধ্যে জলবায়ু বিজ্ঞান ও বৈশ্বিক আলোচনার প্রক্রিয়া সম্পর্কে ধারণা বৃদ্ধি করা, জলবায়ু তহবিল ব্যবহারের দক্ষতা গড়ে তোলা এবং যুব, নারী, মিডিয়া, সিএসও ও স্থানীয় সরকারকে সমন্বিতভাবে জলবায়ু পদক্ষেপে সম্পৃক্ত করা।