শ্যামনগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

- আপডেট সময় : ০৮:৫২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫ ২১ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
নৌকা বাইচ গ্রামবাংলার প্রাণের স্পন্দন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া খালে সোমবার (৯ জুন ২০২৫) বিকাল ৩ টা, গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ডুমুরিয়া যুব সংঘের আয়োজনে হাজারো মানুষের ঢল নামে নদীপাড়ে। ঢাক-ঢোলের বাদ্য, বাঁশির সুরের তালে তালে নদীজুড়ে বয়ে চলে ছুটন্ত নৌকার ঢেউ।
নৌকাবাইচে অংশ নেয় ৪-টি দল, প্রতিটি দলের সদস্যসংখ্যা ছিল ১৪থেকে ১৫ জন পর্যন্ত। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিলাল কয়ালের দল, এবং রানার্সআপ হয়েছেন গফুর মাঝির দল। প্রথম পুরস্কার হিসেবে পেয়েছে একটি ৩২” এলিডি মনিটর ও দ্বিতীয় পুরস্কার হিসেবে ২৪” এলিডি মনিটর। উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায়
ইউসুফ আলী মল্লিক এর সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাসুদুল আলম, ইউপি সদস্য জিএম আবিয়ার রহমান, মাষ্টার খায়রুল ইসলাম মিলনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি গণ বলেন,
স্থানীয় নৌকাবাইচ প্রতিযোগিতাটি শুধু একটি খেলা নয়, এটি বাংলাদেশের নদীমাতৃক সংস্কৃতির প্রতীক। এই ধরনের আয়োজন গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখে এবং নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তোলে।