শ্যামনগরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

- আপডেট সময় : ০২:২১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ,শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামেরদিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান ও অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অ্যাপস ) মোঃ ইমরান হোসেন,পিবিএম, পিপিএম,এর সহযোগিতায় এবং মোঃ হুমায়ুন কোবির মোল্লা,অফিসার ইনচার্জ শ্যামনগর থানার নেতৃত্বে শ্যামনগর থানার অফিসার এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনায় সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার এফ আই আর নম্বর- ২৯, তারিখ ১৯-০৭ -২০২৫ খ্রিস্টাব্দে, ধারা – ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক)/৪১ মামলায় এজাহার নামীয় আসামি আবু সাঈদ (২৮), পিতা- রেজাউল করিম মোল্লা, সাং- পশ্চিম বেড়ালক্ষী, থানা- শ্যামনগর, জেলা -সাতক্ষীরাকে ৪০গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ অদ্য ১৯/০৭/২৫ খ্রিস্টাব্দে গ্রেফতার করা হয়। উক্ত আসামিকে অদ্য ১৯/০৭/২৫ খ্রিস্টাব্দে আদালতে সোপর্দ করা হয়।