শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ২
- আপডেট সময় : ০৫:০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি :
শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদর উপজেলার হাতী আগলা ও হরিণধরা গ্রামে ২১ ফেব্রুয়ারি বুধবার সকালে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ খোকন (৩২) ও মোঃ মাসুদ মিয়া (২৭) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এছাড়াও মোঃ নজরুল ইসলাম (৩৮) নামে এক কারবারি পলাতক রয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের হাতি আগলা গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ খোকন ও একই উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা গ্রামের মোঃ জুমার আলীর ছেলে মোঃ মাসুদ মিয়া ও তার সহোদর ভাই মোঃ নজরুল ইসলাম।
জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক মোঃ আবু ছোফিয়ান তরফদার, মোঃ মাহবুব আলম, মোছাঃ উম্মে তাছনীমা সরকার, অনিক মল্লিক, কং মোঃ আসাদুজ্জামান, মোঃ আনিছুর রহমান, আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের হাতী আগলা গ্রামে বুধবার সকাল ৮টার দিকে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারি মোঃ খোকনকে আটক করে। পরে তার বসতঘর তল্লাশী করে শয়ন কক্ষের খাটের উপর তোষকের নীচে রক্ষিত একটি সিনথেটিক শপিং ব্যাগের ভিতর পলিথিনে মোড়ানে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে একই দিন সকাল ১০টায় শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা (পাযান মন্ডল বাড়ী) গ্রামে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারি মোঃ মাসুদ মিয়াকে আটক করে এবং আরেক মাদক কারবারি মোঃ নজরুল ইসলাম পালিয়ে যায়। পরে মোঃ মাসুদ মিয়ার বসতঘর তল্লাশী করে কক্ষের ভিতর রক্ষিত শোকেসের উপরের ড্রয়ারের ভিতর পলিথিনের ব্যাগ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এব্যাপারে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ছিদ্দিকুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।