শিবালয় উপজেলায় কৃষককের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

- আপডেট সময় : ১১:৪৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
বোরো ধানে পোকার আক্রমণ দেখা দেওয়ায় পরামর্শের জন্য মানিকগঞ্জের শিবালয় উপজেলার কৃষি কর্মকর্তার অফিসে আসেন ফজলুর রহমান নামের এক কৃষক। এ সময় তার সাথে কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেন কৃষক ফজলুর রহমান।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঐদিনই কৃষকের অভিযোগের ভিত্তিতে উপ সহকারি কৃষি কর্মকর্তা সালাউদ্দিন সুজনকে কৈফিয়ত তলব করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদার।
কৈফিয়ত তলব পত্রের সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের গহেরপুর গ্রামের কৃষক ফজলুর রহমান। গত মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে কৃষক ফজলুর রহমান ধানের চারার সমস্যা নিয়ে পরামর্শ নেওয়ার জন্য অফিসে আসেন। এক পর্যায়ে কৃষক ফজলুর রহমানের সাথে ঐ এলাকার মাঠ কর্মকর্তা উপ সহকারি কৃষি অফিসার সালাউদ্দিন সুজনের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এছাড়া কৃষকের অভিযোগ তার জমি পরিদর্শন করেন নাই। যে কারনে দায়িত্বহীনতা ও মাঠ ব্লকের বিভিন্ন কর্যক্রমে গাফলতির দায়ে কৈফিয়ত তলব করা হয়।
কৈফিয়ত তলবে আরো উল্লেখ করা হয়েছে তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যাসহ জবাব দিতে বলা হয়েছে। অভিযোগটি চাকুরি বিধিমালার পরিপন্থি হওয়ায় কেন বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে না তাও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদার বলেন, কৃষক ফজলুর রহমান গত মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে কৃষক ফজলুর রহমান ধানের চারার সমস্যা নিয়ে পরামর্শ নেওয়ার জন্য অফিসে আসেন। কৃষক ফজলুর রহমানের সাথে উপ সহকারি কৃষি অফিসার সালাউদ্দিন সুজনের কথোপকথনের এক পর্যায়ে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এছাড়া কৃষকের অভিযোগ তার জমি পরিদর্শন করেন নাই। যে কারনে দায়িত্বহীনতা ও মাঠ ব্লকের বিভিন্ন কর্যক্রমে গাফল�