শিবগঞ্জ (বগুড়া)পৌরসভা উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ পেলো মেয়র প্রার্থীরা।
- আপডেট সময় : ০৬:২৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
শিবগঞ্জ (বগুড়া)পৌরসভা উপ-নির্বাচনে
প্রতীক বরাদ্দ পেলো মেয়র প্রার্থীরা।
নিজেস্ব প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় শিবগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে তাদের এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
সাবেক দুই বারের মেয়র তৌহিদুর রহমান মানিক (নারিকেল গাছ), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল রহমান ( হ্যাঙ্গার), ওষুধ ব্যবসায়ী হামদান মন্ডল (জগ) ও আব্দুল খালেককে (মোবাইল ফোন) প্রতীক বরাদ্দ দেয় বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও শিবগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম আকন্দ, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক, পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক সামছুল মোল্লা, কৃষকলীগ সভাপতি লুৎফর রহমান, উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোর্কারম হোসেন খোকনসহ স্ব-স্ব প্রার্থীর সমর্থনকারী ও প্রস্তাবকারীরা। প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীরা তাদের প্রতীকে ভোট চেয়ে জনসংযোগে ব্যস্ত সময় পার করছে।
প্রসঙ্গত ঃ এবারের পৌরসভা উপ-নির্বাচনে মোট ভোটার ১৯হাজার ৪৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৬৩০ জন ও মহিলা ভোটার ৯ হাজার ৮৪৩ জন। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার ২১৩ জন বেশি। এনির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১টি, মোট ভোট কক্ষের সংখ্যা ৫৫টি। এর মধ্যে ১০টি ভোট কেন্দ্র অস্থায়ী। এবার ৪নং ওয়ার্ডের বন্তেঘরী কেন্দ্রে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। যার পরিমাণ ২২৯০ জন এবং সব চেয়ে কম ভোটার ৩নং ওয়ার্ডের বেড়াবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। যার পরিমাণ ১৩৬৬ জন।