শিবগঞ্জে সড়কে ঝরলো মোটরসাইকেল আরোহীর প্রাণ। বগুড়ার প্রতিনিধি:
- আপডেট সময় : ০৩:৩৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
শিবগঞ্জে সড়কে ঝরলো মোটরসাইকেল আরোহীর প্রাণ।
বগুড়ার প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে ট্রাক চাপায় সড়কে ঝরলো সাইদুল ইসলাম (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহীর প্রাণ। এঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল চালক।
বুধবার বিকেল ৪ টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা চৌমাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম (৪৮) বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের বুজরুক মাঝিড়া দক্ষিনপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে বলে জানা যায়।
সাইদুল ইসলামের ভাগিনা সাংবাদিক এস আই সুমন জানায়, মোকামতলা বন্দরের সোনাতলা রোড থেকে বগুড়া-রংপুর মহাসড়ক পার হচ্ছিলেন মোটরসাইকেল চালক মোস্তাফিজুর রহমান ডাবলু ও আরোহী সাইদুল ইসলাম। এসময় বগুড়াগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সাইদুল ইসলাম ছিটকে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এ ঘটনায় আহত হন শিবগঞ্জের চন্ডিহারা এলাকার বাসিন্দা মোটর সাইকেল চালক (৫৫)। তাকে বগুড়া শজিমেকে ভর্তি করা হয়েছে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।