ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রত্যয় লিডারশীপ কর্মশালা-২৫ সম্পন্ন বাকৃবিতে জুলাই স্মারক বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ‘জন্মভূমি অথবা মৃত্যু’ দৈনিক বাংলাদেশের চিত্রের চট্টগ্রাম ক্রাইম রিপোর্টার আহাম্মদ নূর দীর্ঘদিন ধরে অসুস্থ — সকলের দোয়া প্রার্থনা নেহালপুর ইউনিয়নে কুন্দিপুর গ্রামে জিলানির গাঁজা ও ইয়াবার রমরমা মাদক ব্যবসা প্রসাশন নিরব ভূমিকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আধার মানিক শ্রীশ্রী গৌরাঙ্গ বাড়ী নিবন্ধিত সাতক্ষীরার ইটাগাছা পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু নেহালপুর ইউনিয়নের কৃষ্ণপুর বোয়ালমারীর বাক্কা ও কুন্দিপুরের রাশেদুল ও আলামিনের গাঁজা ও ইয়াবার মাদকের রমরমা ব্যবসা খাগড়াছড়ি ২৯৮ আসনে নির্বাচনী হাওয়া রাজাপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুলিয়ায় বাজারে ২টা বেকারীর নোংরা পরিবেশ ও অপদ্রব্যের মিশ্রণ করায় ১২ হাজার জরিমানা

শিক্ষা ও গবেষণা কার্যক্রমে একসাথে কাজ করবে খুবি ও গ্রামীণফোন

সঞ্চিতা সরকার
  • আপডেট সময় : ০১:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ২৯৭ বার পড়া হয়েছে

 

খুলনা বিশ্ববিদ্যালয় ও মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের মধ্যে শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রমে একসাথে কাজ করার সুযোগ সৃষ্টিতে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ ১১ ফেব্রুয়ারি (রবিবার) দুপুর ১২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই এমওইউ স্বাক্ষরিত হয়। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও গ্রামীণফোনের পক্ষে প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দা তাহিয়া হোসেন স্বাক্ষর করেন।
এমওইউ স্বাক্ষর শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর উপস্থিতিতে তা উভয়পক্ষের নিকট হস্তান্তর করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় দেশের চাহিদা পূরণে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে। গ্রামীণফোনের সাথে এই এমওইউ’র মাধ্যমে এটি আরও ফলপ্রসূ হবে। আমরাও চাই ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন হোক। যাতে ইন্ডাস্ট্রি যে ধরনের জনশক্তি চায়, বিশ্ববিদ্যালয় থেকেই যেন সে ধরনের দক্ষ জনশক্তি গড়ে উঠতে পারে।
এর আগে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় সাফল্যের পথে দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। এখানকার গ্র্যাজুয়েটরা দেশ-বিদেশে সুনাম ও দক্ষতার সাথে কাজ করছেন। সম্প্রতি উন্নত বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও সংস্থা খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবরেটিভ রিসার্চে আগ্রহ প্রকাশ করেছে। গ্রামীণফোনের সাথে এই এমওইউর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দা তাহিয়া হোসেন বলেন, গ্রামীণফোন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করতে আগ্রহী। কারণ, দক্ষ জনশক্তি তৈরি করা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নয়। এ কাজে অংশগ্রহণ করতে পেরে গ্রামীণফোনও গর্বিত।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূর আলম। এ সময় ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, প্রফেসর ড. মো. নূরুন্নবী, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শরিফুল ইসলাম, গ্রামীণফোনের এইচআর স্ট্র্যাটেজি, পার্টনারিং এবং রিক্রুইটমেন্ট অপারেশন্স হেড সৈয়দ মাসুদ মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত এমওইউতে গবেষণা ও শিক্ষামূলক কার্যক্রম যেমন প্রশিক্ষণ বা গবেষণা কার্যক্রম বা উভয় আকারে যৌথ গবেষণা এবং শিক্ষাগত উন্নয়ন, লেকচার্স, পরিদর্শন এবং অভিজ্ঞতা বিনিময়ের জন্য স্কলার্সদের আমন্ত্রণ বিনিময়ের পাশাপাশি ব্যবসায়িক পদ্ধতি, দক্ষতা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞদের সাথে জ্ঞান বিনিময়, সম্মেলন, উভয় পক্ষের স্বার্থের ক্ষেত্রে তথ্য বিনিময়, পূর্বনির্ধারিত বা অন্যভাবে নির্বাচিত ক্ষেত্রে অধ্যয়ন, গবেষণা এবং ব্যবহারিক প্রশিক্ষণের জন্য প্রকৌশল, প্রযুক্তি, বিজ্ঞান, ব্যবসার অনুষদ, গবেষণাকর্মী, গ্র্যাজুয়েট এবং আন্ডারগ্র্যাজুয়েট ছাত্রদের বিনিময়, প্রশিক্ষণ, সংক্ষিপ্ত কোর্স এবং শেখার সংযুক্তিসহ সক্ষমতা বৃদ্ধি, গ্রামীণফোনের আঞ্চলিক/সার্কেল অফিসে ইন্টার্নশিপ , বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গ্রামীণফোনের জন্য প্রোফাইলিং সুযোগ চালু এবং গ্রামীণফোনের কর্মীদের জন্য এক্সিকিউটিভ মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন কোর্সের বিশেষ অফারের বিষয়গুলো উল্লেখ রয়েছে। সর্বপরি দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষরিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

শিক্ষা ও গবেষণা কার্যক্রমে একসাথে কাজ করবে খুবি ও গ্রামীণফোন

আপডেট সময় : ০১:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪

 

খুলনা বিশ্ববিদ্যালয় ও মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের মধ্যে শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রমে একসাথে কাজ করার সুযোগ সৃষ্টিতে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ ১১ ফেব্রুয়ারি (রবিবার) দুপুর ১২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই এমওইউ স্বাক্ষরিত হয়। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও গ্রামীণফোনের পক্ষে প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দা তাহিয়া হোসেন স্বাক্ষর করেন।
এমওইউ স্বাক্ষর শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর উপস্থিতিতে তা উভয়পক্ষের নিকট হস্তান্তর করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় দেশের চাহিদা পূরণে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে। গ্রামীণফোনের সাথে এই এমওইউ’র মাধ্যমে এটি আরও ফলপ্রসূ হবে। আমরাও চাই ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন হোক। যাতে ইন্ডাস্ট্রি যে ধরনের জনশক্তি চায়, বিশ্ববিদ্যালয় থেকেই যেন সে ধরনের দক্ষ জনশক্তি গড়ে উঠতে পারে।
এর আগে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় সাফল্যের পথে দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। এখানকার গ্র্যাজুয়েটরা দেশ-বিদেশে সুনাম ও দক্ষতার সাথে কাজ করছেন। সম্প্রতি উন্নত বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও সংস্থা খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবরেটিভ রিসার্চে আগ্রহ প্রকাশ করেছে। গ্রামীণফোনের সাথে এই এমওইউর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দা তাহিয়া হোসেন বলেন, গ্রামীণফোন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করতে আগ্রহী। কারণ, দক্ষ জনশক্তি তৈরি করা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নয়। এ কাজে অংশগ্রহণ করতে পেরে গ্রামীণফোনও গর্বিত।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূর আলম। এ সময় ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, প্রফেসর ড. মো. নূরুন্নবী, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শরিফুল ইসলাম, গ্রামীণফোনের এইচআর স্ট্র্যাটেজি, পার্টনারিং এবং রিক্রুইটমেন্ট অপারেশন্স হেড সৈয়দ মাসুদ মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত এমওইউতে গবেষণা ও শিক্ষামূলক কার্যক্রম যেমন প্রশিক্ষণ বা গবেষণা কার্যক্রম বা উভয় আকারে যৌথ গবেষণা এবং শিক্ষাগত উন্নয়ন, লেকচার্স, পরিদর্শন এবং অভিজ্ঞতা বিনিময়ের জন্য স্কলার্সদের আমন্ত্রণ বিনিময়ের পাশাপাশি ব্যবসায়িক পদ্ধতি, দক্ষতা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞদের সাথে জ্ঞান বিনিময়, সম্মেলন, উভয় পক্ষের স্বার্থের ক্ষেত্রে তথ্য বিনিময়, পূর্বনির্ধারিত বা অন্যভাবে নির্বাচিত ক্ষেত্রে অধ্যয়ন, গবেষণা এবং ব্যবহারিক প্রশিক্ষণের জন্য প্রকৌশল, প্রযুক্তি, বিজ্ঞান, ব্যবসার অনুষদ, গবেষণাকর্মী, গ্র্যাজুয়েট এবং আন্ডারগ্র্যাজুয়েট ছাত্রদের বিনিময়, প্রশিক্ষণ, সংক্ষিপ্ত কোর্স এবং শেখার সংযুক্তিসহ সক্ষমতা বৃদ্ধি, গ্রামীণফোনের আঞ্চলিক/সার্কেল অফিসে ইন্টার্নশিপ , বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গ্রামীণফোনের জন্য প্রোফাইলিং সুযোগ চালু এবং গ্রামীণফোনের কর্মীদের জন্য এক্সিকিউটিভ মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন কোর্সের বিশেষ অফারের বিষয়গুলো উল্লেখ রয়েছে। সর্বপরি দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষরিত হয়।