শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বাকৃবি ছাত্রদলের সুপেয় পানির ফিল্টার স্থাপনের দাবি

- আপডেট সময় : ০২:৪৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে

বাকৃবি প্রতিনিধি:‘স্বাস্থ্যই সকল সুখের মূল’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুপেয় ও বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপনের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল বাকৃবি শাখা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের (টিএসসি) এলাকায় পানির ফিল্টার স্থাপনের দাবি জানিয়ে ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. শহিদুল হকের নিকট আবেদন পত্র জমা দেয় তারা।
এ সময় খাদ্য নিরাপত্তা ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নানামুখী কর্মসূচি গ্রহণের পরিকল্পনা নিয়েছে সংগঠনটি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের হোটেলগুলোতে খাদ্যের মান নিয়মিত তদারকি এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপনের দাবিও জানিয়েছে তারা।
এ বিষয়ে বাকৃবি ছাত্রদলের সদস্য সচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম বলেন, “আসলে ‘ওয়েলফেয়ার পলিটিক্স’ বলে কোনো আলাদা শব্দ নেই – ‘পলিটিক্স’ শব্দটির মধ্যেই জনগণের কল্যাণ নিহিত। আমরা মনে করি, প্রশাসনের কাছ থেকে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও দাবি আদায় করাই একটি ছাত্র সংগঠনের প্রধান দায়িত্ব হওয়া উচিত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক ইস্যুগুলোতে সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে।”