শাল্লা কলেজের অধ্যাক্ষের বিরুদ্ধে দূরনীতির মামলা

- আপডেট সময় : ০৯:০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের,(সুনামগঞ্জ) বিশেষ প্রতিনিধিঃ-
শাল্লায় সুনামগঞ্জের শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদের বিরুদ্ধে ভর্তি বাণিজ্য,নানান অনিয়ম,দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ১৩জানুয়ারী(সোমবার) সুনামগঞ্জ বিশেষ জজ আদালতে এ মামলা দায়ের করেন বাহারা ইউনিয়নের ডুমরা গ্রামের বাসিন্দা সুধাকর দাস। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, অধ্যক্ষ আব্দুস শহীদ গত ১৫ বছর ধরে শাল্লা সরকারি ডিগ্রি কলেজের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে নিয়মবহির্ভূতভাবে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। ২০২০ সালে এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জানানো হলে সরেজমিন তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তবে অভিযোগ প্রমাণিত হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
অ্যাডভোকেট আব্দুল হক বলেন, “অধ্যক্ষ আব্দুস শহীদ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছেন। বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। আদালতে মামলা দায়ের হলে বিচারক এটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে তদন্তের জন্য প্রেরণ করেছেন।”