শাল্লা উপজেলা তরুণ দলের আহ্বায়ক নজরুল ইসলাম

- আপডেট সময় : ০৮:৩৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ২৮ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের,দিরাই,শাল্লা(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ-সোমবার(১০মার্চ)বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা শাখায় ২১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন সুনামগঞ্জ জেলা কমিটি। তরুণদল সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আবুল ফজল আকাশ,সিনিয়র সহ-সভাপতি শাহিনুল আল শাহীন,সাধারণ সম্পাদক মোঃমনোয়ার হোসেনের সিদ্ধান্তে শাল্লা উপজেলা তরুণ দলের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে নজরুল ইসলামকে। নজরুল ইসলাম শাল্লা উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের নিজগাঁও গ্রামের পিতা মো. মিয়াফর আলী মাতা মঞ্জিলা বেগমের বড় সন্তান। দলের জন্য কাজ,সততা,মনুষ্যত্ব নিয়ে আজীবন চেষ্টা করে যাবো বলে জানান তিনি। উজ্জল মিয়াকে সদস্য সচিব নির্বাচিত করে কমিটি অনুমোদন দেন সুনামগঞ্জ জেলা তরুণদলের সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।উক্ত কমিটির সকল নেতৃবৃন্দ বিএনপি’র রাজনীতির সাথে জড়িত।এবং সকল আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলেন। নবনির্বাচিত আহবায়ক নজরুল ইসলাম বলেন,দলের দূর্দিনে পাশে ছিলাম মৃত্যুর পূর্বমুহুর্ত পর্যন্ত দলের সাথেই ছিলাম,আছি,থাকবো।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন১.সিনিয়র যুগ্ম আহ্বায়ক(বর্তমান মেম্বার)গনেন্দ্র চন্দ্র দাস ২.যুগ্মআহ্বায়ক রেজুয়ার হোসেন ৩.যুগ্ম আহ্বায়ক আবু হানিফ ৪.সদস্য জয় গোপাল দাস ৫.সদস্য মোবারক মিয়া ৬.সদস্য আরশ মিয়া৭.সদস্য আমিন খা ৮.সদস্য মতিউর রহমান ৯.সদস্য ইয়াকুব মিয়া ১০.সদস্য আঃরশিদ ১১.সদস্য মুবাশ্বির মিয়া ১২.সদস্য মাহফুজ মিয়া ১৩.সদস্য হাবিবুর মিয়া ১৪.সদস্য শাকিরুল ইসলাম ১৫.সদস্য কামরুল হাসান ১৬.সদস্য শাকিব মিয়া ১৭.সদস্য রনি মিয়া ১৮.সদস্য প্রান্ত সরকার ১৯.সদস্য রায়হান মিয়া প্রমূখ।