শাল্লায় হাওর আন্দোলন-এর ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি তরুণ সম্পাদক জয়ন্ত
- আপডেট সময় : ০৮:০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের,উপজেলা প্রতিনিধি:
শাল্লায় হাওর বাঁচাও আন্দোলন উপজেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে শাল্লা উপজেলা শাখা কমিটির পক্ষ থেকে এ সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত সেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখ্ত বাহালুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আজমান গণি তালুকদার, সাংগঠনিক সম্পাদক নরেন্দ্র কুমার দাস, সদর ইউপির সভাপতি রবীন্দ্র কুমার দাস, শাল্লা উপজেলার আটগাঁও ইউপির সভাপতি সুরত আলী, সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান তাহের প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে আবারও চতুর্থবার তরুণ কান্তি দাসকে সভাপতি ও জয়ন্ত সেনকে সাধারণ সম্পাদক করে ৩বছর মেয়াদি ৩১সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
প্রথম অধিবেশনের শুরুতেই সংগঠনের প্রয়াত উপজেলা কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক রামানন্দ দাশ, কৃষ্ণকান্ত সরকার, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকার, মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দাশ, হবিবপুর ইউপির সভাপতি মুক্তিযোদ্ধা দূর্গা চরণ দাশ, সদস্য প্রমুদ রঞ্জন দাশ, উপজেলা কমিটির বাঁধ বিষয়ক সম্পাদক হান্নান শাহ্ ও আটগাঁও ইউপির সহ সভাপতি কদম আলীর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। ত্রিবার্ষিক সম্মেলনে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।




















