শাল্লায় সরস্বতী পূজা উদযাপন

- আপডেট সময় : ০৯:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৮ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের, দিরাই-শাল্লা প্রতিনিধিঃ-
সুনামগঞ্জ শাল্লা উপজেলা ১নং আটগাঁও ইউনিয়নের বড়গাঁও গ্রামের পূজা উদযাপন কমিটির সমন্বয়ে আজ সন্ধ্যা ৭ঘটিকার সময়
সভাপতি প্রান্ত দাসের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রাণু দাসের সঞ্চালনায়,একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।এবিষয়ে অসিত তালুকদার বলেন,আমরা প্রতিবছরের ন্যায়,এইবারও ছোট্ট পরিসরে ছাত্র/ছাত্রী মিলে শুরু করেছে।যারা আয়োজন ছিলেন,বাপু দাস,সাজন দাস,দীপন দাস লিপচন,শুভ,অপু,প্রান্ত,রাজন,সুমিত,সাগর অমিত প্রমুখ।
হিন্দু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জ্ঞান,সংস্কৃতি ও বিদ্যা অর্জনের জন্য বিদ্যার দেবী সরস্বতী পূজা প্রতিবছরের মতো এবারোও বড়গাঁও গ্রামেপূজা অনুষ্ঠিত হয়েছে।
পূজায়, অসংখ্য ছাত্রছাত্রী অংশগ্রহন করে একটি মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, এতে,নিত্য,গান,কবিতা আবৃতিসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সভাপতির অনুমতিক্রমে সমাপ্তি ঘোষণা করেন।