শাল্লায় বিষ দিয়ে মাছধরে স্হানীয় বাজারে বিক্রয়

- আপডেট সময় : ০৩:১৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ২৯ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের,দিরাই শাল্লা উপজেলা প্রতিনিধিঃ-
(সুনামগঞ্জ) শাল্লা উপজেলা বিভিন্ন হাওরে বিষদিয়ে মাছধরে স্হানীয় বাজারে সিন্ডিকেটের মাধ্যমে মাছ বিক্রয় খবর পাওয়া গেছে। আটগাঁও ইউনিয়নের নিজগাঁও বাজারকান্দি মিলন বাজারে।উক্ত বাজারের সভাপতি জনাব এলিমউদ্দীন বলেন প্রতিটি বিল,হাওরে,ডোবায়, বিষদিয়ে মাছে মারছে প্রতিনিয়ত,এমন কি আমার বাড়ির কয়েকটি হাসও এসব বিষখেয়ে মারা গেছে।সুমেস সমাজপতি বলেন প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটেই চলছে।আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
মাছে-ভাতে বাঙালি প্রবাদটি মাঝে মাঝে পত্রপত্রিকায় শোনা যায়। বাস্তব অবস্থা এখন একেবারেই ভিন্ন। একটা সময় ছিল যখন বাঙালির খাবারের তালিকায় স্বাদু পানির নানা রকম মাছ অবশ্যই থাকত, আর এখন বিভিন্ন প্রজাতির হাইব্রিড মাছ ছাড়া বাজারে কিছু পাওয়া যায় না।কিন্তু দেশি মাছের প্রতি বাঙালির টানথাকা সত্ত্বেও আজ একদল অসৎচক্র ভিন্নপথে মাছ ধরার উপায় বেঁচে নিয়েছে বিশদিয়ে মাছ ধরা।যা জনমনে মানুষের মনে অশান্তির সৃষ্টি করে।
তারপরও গ্রামাঞ্চলে কিছু দেশি প্রজাতির মাছ এখনো আছে। ছোট ছোট মুক্ত জলাশয়,পুকুরে সেগুলো পাওয়া যায়।
কিন্তু সবচেয়ে ভয়ংকর খবর হচ্ছে, এসব মাছ ধরতে এখন জাল বা প্রাচীন পদ্ধতি ব্যবহার হচ্ছে না। একধরনের অ্যালুমিনিয়াম ফসফাইড বা গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ ধরা হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর,শিশুদের মৃত্যুর ঝুঁকিও রয়েছে।
এই ট্যাবলেট পানিতে ফেললে মাটির নিচের মাছসহ সব মাছ মারা যায়, এরপর তা পানিতে ভেসে ওঠে। আর জেলেরা তা ধরে বাজারে বিক্রি করে। অর্থাৎ জেলেদের আর পরিশ্রম করতে হচ্ছে না। এতে সব মাছ মারা যাচ্ছে, বিলুপ্ত হতে যাচ্ছে দেশি মৎস্যকুল।
এই পরিস্থিতিতে শুধু বিষের ব্যবহার নিষিদ্ধ নয়, বরং প্রত্যন্ত এলাকার মানুষের সচেতনতা বাড়ানো প্রয়োজন। আর যারা এসব কাজ করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
ফরমালিন থেকে আমরা অনেকটা রেহাই পেয়েছি। এবার আমাদের ফসফাইড বিষের হাত থেকে নিষ্কৃতি পেতে হবে।