শাল্লায় পূজা মণ্ডপ পরিদর্শনে ব্যারিষ্টার মাহাদীন চৌধুরী

- আপডেট সময় : ১০:২৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের,সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি :শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের শাল্লায় পূজা মণ্ডপ পরিদর্শন করেন সুনামগঞ্জ- ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাবেক সাংসদ মিফতাহ উদ্দিন চৌধুরী রুমির সুযোগ্য সন্তান জেলা বিএনপির সদস্য ব্যারিষ্টার মাহাদীন চৌধুরী।
১ অক্টোবর বুধবার শাল্লা উপজেলার বাজারকান্দি, শরিফপুর, মাহমুদনগর, নিয়ামতপুর, আনন্দপুর, হবিবপুর, শাসখাই, পুটকা, সুখলাইন, বাহাড়া, প্রতাপপুর, মেঘনাপাড়া, মুক্তারপুর, ডুমরা ও ঘুঙ্গিয়ারগাও সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
ব্যারিষ্টার মাহাদীন চৌধুরী প্রতিটি পূজা মণ্ডপে বিশ্ব শান্তি কামনায় প্রণামী অর্পন করেন ও তার বাবার সুস্থতা কামনা করে বলেন, দিরাই শাল্লার এই ভাটির জনপদে হিন্দু মুসলমান ভাই বোন মিলেমিশে পাশাপাশি অবস্থান করছি, অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে আমরা বসবাস করছি। অদূর ভবিষ্যতে যেন এই সম্প্রতির সম্পর্ক বজায় থাকে। এই সাম্প্রদায়িক সম্প্রিতি নষ্ট হয় এমন কোন জনশক্তি যেন উত্থান না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
পরিদর্শনকালে উনার সাথে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, সদস্য শহীদুল ইসলাম, ১নং আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনেদ আহমেদ তালুকদার, হবিবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শৈলেন্দ্র কুমার দাস, বাহাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বিজয় কান্তি সরকার, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস মিয়া, ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, সৈনিক দলের যুগ্ম আহ্বায়ক সায়েম আহমেদ প্রমুখ।
এর আগে গত মঙ্গলবার বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিফতাহ উদ্দিন চৌধুরী রুমির নির্দেশনায় উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল উপজেলার বেশকয়টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।