শার্শা ১ বাগুড়ি বেলতলা আম বাজার কে কেন্দ্র করে সাংবাদিক আসাদ কে- বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টায় লিপ্ত

- আপডেট সময় : ০২:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::— বাগুড়ি বেলতলা আম বাজারের অনিয়ম অসংগতি নিয়ে কথা বলায় সাংবাদিক আসাদকে ফাঁসিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বর্বর অশিক্ষিত সোহাগ সহ কয়েকজন।জানা যায় গত ৫ই মে যশোর ঐতিহ্যবাহী বাগুড়ি আম বাজারের উদ্বোধন হয় এবং যশোর শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা কর্তৃক যে নির্দিষ্ট ডেট দেওয়া হয় সে অনুযায়ী আম ব্যবসায়ীরা আম বাজারে উঠাতে শুরু করেন এবং বিশেষ করে হিমসাগর আম ভাঙ্গার তারিখ দেওয়া হয়েছিল ২০শে মে অথচ গত ৭ তারিখ থেকেই উক্ত বাজারে হিমসাগর আম ব্যবসায়ী/কৃষকরা গাছ থেকে ভেঙ্গে বাজারে প্রবেশ করাতে শুরু করে এবং উক্ত হিমসাগর আম গুলি ব্যবসায়ীরা গোডাউনজাত করে সেখানে আমে স্প্রে করে।বিষয়টি বিষয়টি সাংবাদিক আসাদের দৃষ্টিগোচর হলে বাজার কমিটিকে জানিয়ে তিনি তার সহকর্মীদেরকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে ফুটেজ এবং কৃষকদেরকে সাক্ষাৎকার নিতে থাকে এমত অবস্থায় বর্বর অশিক্ষিত সোহাগ বিভিন্ন ভাবে তাকে অপমান অপজস্ত করতে থাকে এবং কতিপয় লোকদেরকে সাথে নিয়ে তাদেরকে দিয়ে সোশ্যাল মিডিয়া ও প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করানো হচ্ছে।উল্লেখ্য গত ৯ তারিখ শুক্রবার আনুমানিক বেলা ১২:০০ (বারোটার) দিকে সাংবাদিক আসাদের সামনে দিয়ে অপরিপক্ক হিমসাগর আম বোঝাই একটি গাড়ি যেতে থাকে উক্ত অপরিপক্ক হিমসাগর আম বোঝাই একটি গাড়ি থেকে ফুটেজ এবং সাক্ষাৎকার নিতে থাকে এবং বাজার কমিটিকে সেখানে আসতে বলে ইতিমধ্যে অশিক্ষিত বর্বর সোহাগ সেখানে এসে সাংবাদিক আসাদকে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ কথাবার্তা বলতে থাকে।বাজার কমিটির বিশিষ্ট আম ব্যবসায়ী মন্টু নামে একজন সেখানে এলে সাংবাদিক আসাদ তাকে দায়িত্ব দিয়ে কমিটির সভাপতি সেক্রেটারির কাছে যেয়ে অভিযোগ দেওয়া করলে সভাপতি সেক্রেটারি সেখানে উপস্থিত হন এবং তাদের সামনে থেকে অশিক্ষিত বর্বর সোহাগ আমের গাড়িটি নিয়ে যায়। বিস্তারিত ভিডিও চিত্র-ফুটেজ এবং অডিও কল রেকর্ডিং সাংবাদিক আসাদের কাছে সংরক্ষিত আছে বলে জানান।