শারীরিক প্রতিবন্ধি আলামিনের দায়িত্ব নিলেন রাজবাড়ী কিন্ডারগার্টেন স্কুল

- আপডেট সময় : ০৯:৫০:২৬ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, নিজস্ব, প্রতিনিধি
প্রচন্ড ইচ্ছাশক্তি, স্থির লক্ষ্য আর কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করা আলামিনের পাশে দাঁড়িয়েছেন রাজবাড়ী কিন্ডারগার্টেন স্কুল।
শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও মনোবল হারাননি আলামিন। বিকলাঙ্গ দু’টি হাত ও পায়ের কারণে স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারে না আলামিন (৮)। কালিগঞ্জ উপজেলার কাটুনিয়া গ্রামের মিয়ারাজ হোসেনের পুত্র আলামিন।
রাজবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক, মোঃ মহাসিন বলেন, সাধনা থাকলে অসাধ্যকেও সম্ভব করা যায়, তার জ্বলন্ত দৃষ্টান্ত আলামিন। অদম্য সাহসে সে এগিয়ে চলেছে। দারিদ্রজয়ী এ মেধাবীর স্বপ্নপূরণে তার প্রাথমিক শিক্ষা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি দারিদ্রের সঙ্গেও লড়াই করছেন শিক্ষার্থী আলামিন। এরপরও তার স্বপ্ন পড়াশুনা করে নিজেকে যোগ্য করে তোলা। তার আর একটি ছোট ভাই আছে সেও শারীরিক প্রতিবন্ধি।
রাজবাড়ী কিন্ডারগার্টেনের এমন উদ্যোগকে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবেই মনে করছেন স্থানীয় সচেতন মানুষজন।