সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা-২০২৫খ্রিঃ মহানবমীতে ফেনী জেলা পুলিশের নিরাপত্তা তদারকি

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৩০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,ফেনী, স্টাফ রিপোর্টার:আজ মহানবমী, শারদীয় দুর্গোৎসবের বিশেষ এই দিনে ফেনী জেলার ফুলগাজী থানাধীন বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন ফেনী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান,এবং জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও উপস্থিত পূণ্যার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ও পূজামন্ডপে আগত ভক্তবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের প্রস্তুতির কথা তুলে ধরেন এবং বিজয়া দশমী উপলক্ষে প্রতিমা বিসর্জনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ফেনী জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করবে, গুজব ও অপপ্রচারে কান না দিয়ে নিরাপত্তা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।