শাকিব নয়, শরিফুল রাজের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

- আপডেট সময় : ০৮:০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ রিয়াজ মিয়া:-রাজ অনেকটা নীরবে হানা দিয়েছেন শাকিবের জন্য নির্মাণাধীন পর পর দুটি ছবিতে। গত কয়েকদিন ধরে ইন্ডাস্ট্রি হিট ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ ছবির পর ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনানের নতুন ছবির জন্য ‘সাহেব’-এও সুপারস্টার শাকিব খানের কথা শোনা যাচ্ছিল। তবে এবার শাকিব খান নয়, সিনেমার প্রধান চরিত্রে থাকছেন শরিফুল রাজ। তার বিপরীতে দেখা যাবে কলকাতার নায়িকা ইধিকা পালকে। সিনেমার নাম ‘সাহেব’।
গতকাল সোমবার আরশাদ আদনান তার জন্মদিনে ‘সাহেব’র ঘোষণা দেন। জানান, এটি নির্মাণ করবেন সাইফ চন্দন। আর সিনেমার অ্যাডভাইজার হিসেবে থাকবেন হিমেল আশরাফ। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর রোজার ঈদে।
আরশাদ আদনান বলেন, ‘শাকিবকে নিয়ে বড় একটি ছবির প্ল্যান চলছে। ওই ছবির গল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শেষ হলে আমরাই সেটার ঘোষণা দেব।’
জানা গেছে, ‘সাহেব’ হবে অ্যাকশন ধাঁচের সিনেমা। ‘ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল পাগল’, ‘আব্বাস’ ও ‘লোকাল’র পর পরিচালক সাইফ চন্দনের নতুন সিনেমা হতে যাচ্ছে এটি।
নির্মাতা জানান, আগামী জুলাই থেকে তিনি শুটিংয়ে নামবেন। ইতিমধ্যে রাজ ও ইধিকাকে সিনেমার জন্য চূড়ান্ত করেছেন।
এদিকে, এর আগে, হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন রাজ-ইধিকা। এটি এখন মুক্তির অপেক্ষায়।