ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে সড়ক নিরাপত্তা কমিটির সভা: যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ বাকৃবির ছাত্র বিষয়ক বিভাগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ০২ নং বন্দবিলা ইউনিয়নের ০৯ নং সাদীপুর ওয়ার্ড এর সাদীপুর প্রাইমারি স্কুল মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় জামায়াতে ইসলামী জহুরপুর ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শাল্লা উপজেলা তরুণ দলের আহ্বায়ক নজরুল ইসলাম হরিপুরে ফাঁদ পদ্ধতিতে মাজরা পোকা দমন সাবেক এমপি রনজিত রায় ও স্ত্রী-সন্তানদের স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ দৈনিক সকালে খোঁজ খবর পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন বাকৃবির অধ্যাপক আগৈলঝাড়ায় গৈলা বাজার বণিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রকে গুলি, অভিযুক্ত শিক্ষক ব্যাপক পরিমাণ বিদেশি অস্ত্র সহ আটক৷

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রকে গুলি, অভিযুক্ত শিক্ষক ব্যাপক পরিমাণ বিদেশি অস্ত্র সহ আটক৷

নিজেস্ব প্রতিনিধি :
ভিকটিম আরাফাত আমিন তমাল (২২), পিতা-মোঃ আব্দুল্লাহ আল আমিন, স্থায়ী সাং- ধামাচামা, থানা-ধুনট, জেলা-বগুড়া, বর্তমান সাং-ধানসিঁড়ি নাটাইপাড়া, থানা ও জেলা-বগুড়া সে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ’এ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে ৩য় বর্ষে অধ্যায়নরত আছে। গত ০৪/০৩/২০২৪ খ্রিঃ ৩য় বর্ষের আইটেম পরীক্ষা শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ এর একাডেমি ভবনের ৪র্থ তলায় ডাঃ সামাউন নূর শুভ এর কক্ষে অনুষ্ঠিত হচ্ছিল। অভিযুক্ত ডাঃ রায়হান শরীফ(৩২), পিতা-প্রফেসর মোঃ আঃ রাজ্জাক, মাতা-শাহিন পারভীন, সাং-প্রফেসর গার্ডেন এফ৩/এ বিএ কলেজ রোড (সরকারি কলেজ এর পশ্চিম পাশ্বে), থানা ও জেলা-সিরাজগঞ্জ অত্র মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক। ০৪/০৩/২০২৪ খ্রিঃ আইটেম পরীক্ষা চলাকালিন অনুমান ১৫.০০ ঘটিকার সময় অভিযুক্ত ডাঃ রায়হান শরীফ হঠাৎ উত্তেজিত হয়ে ছাত্র-ছাত্রীদের অহেতুক বকাবকি করেন। বকাবকির এক পর্যায়ে তার ব্যাগ থেকে একটি পিস্তল বের করে আরাফাত আমিন তমালকে লক্ষ্য করে গুলি করলে উক্ত গুলিটি আরাফাত আমিন তমালের ডান পায়ের উরুর উপরের অংশে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়।

উক্ত তথ্যের ভিত্তিতে জনাব মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) ও জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), সিরাজগঞ্জদ্বয়ের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার চৌকস টিম ও সিরাজগঞ্জ সদর থানার চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ডাঃ রায়হান শরীফকে হেফাজতে নেয় এবং ঐ শ্রেণী কক্ষের টেবিলের উপর হতে ০১টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ০১টি গুলির খোসা উদ্ধার করে। অভিযুক্তকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানায় যে, তার একটি লেদারের ব্যাগের মধ্যে আরও আগ্নেয়াস্ত্র ও গুলি রয়েছে, উক্ত তথ্যের ভিত্তিতে ১। ০১টি বিদেশী পিস্তল, ২। ৮১ রাউন্ড তাজা গুলি, ৩। ০৪ টি ম্যাগাজিন, ৪। ০২টি বিদেশি কাতানা (ছোরা), ৫। ১০ টি অত্যাধুনিক বার্মিজ চাকু, ৬। ০২টি ব্রাশ নাকেল, ৭। অভিযুক্তের আইডি কার্ড ০১টি, ৮। অভিযুক্তের ব্যবহৃত নিজ নামীয় ডিজিটাল সীল ০১টি, ৯। অভিযুক্তের ব্যবহৃত ০১টি মোবাইল ফোন ও ১১। ০১টি লেদারের ব্যাগ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতঃ

১। ০২টি বিদেশী পিস্তল যার বডিতে ইংরেজিতে MADE IN USA ও MADE IN JAPAN লেখা আছে।
২। ৮১ রাউন্ড তাজা গুলি
৩। ০৪ টি ম্যাগাজিন
৪। ০২টি বিদেশি কাতানা (ছোরা)
৫। ১০ টি অত্যাধুনিক বার্মিজ চাকু
৬। ০২টি ব্রাশ নাকেল
৭। অভিযুক্তের আইডি কার্ড ০১টি
৮। অভিযুক্তের ব্যবহৃত নিজ নামীয় ডিজিটাল সীল ০১টি
৯। ০১টি গুলির খোসা।
১০। অভিযুক্তের ব্যবহৃত GALAXY NOTE 10 LITE মডেলের ০১টি মোবাইল ফোন।
১১। ০১টি লেদারের ব্যাগ।

গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে ভিকটিমের পিতা মোঃ আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে ০১টি এবং এসআই(নিঃ)/মোঃ ওয়াদুদ আলী, পিপিএম, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক এজাহার দায়ের করেন। সার্বিক আইনানুগ প্রস্তুতি শেষে বিজ্ঞ আদালতে অভিযুক্তকে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমি এই প্লাটফর্মটি তৈরী করেছি এ দেশের সাধারণ মানুষের কন্ঠস্বর হিসাবে পরিচালিত করার জন্য।আমরা অবিরত থাকবো সততা নিয়ে সত্যের সাথে। দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা এ দেশের নির্যাতিত ও নিপীড়িত গনমানুষের কথা বলবে এবং সত্য প্রকাশে থাকবে আপোষহীন।
ট্যাগস :

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রকে গুলি, অভিযুক্ত শিক্ষক ব্যাপক পরিমাণ বিদেশি অস্ত্র সহ আটক৷

আপডেট সময় : ০২:৪২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রকে গুলি, অভিযুক্ত শিক্ষক ব্যাপক পরিমাণ বিদেশি অস্ত্র সহ আটক৷

নিজেস্ব প্রতিনিধি :
ভিকটিম আরাফাত আমিন তমাল (২২), পিতা-মোঃ আব্দুল্লাহ আল আমিন, স্থায়ী সাং- ধামাচামা, থানা-ধুনট, জেলা-বগুড়া, বর্তমান সাং-ধানসিঁড়ি নাটাইপাড়া, থানা ও জেলা-বগুড়া সে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ’এ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে ৩য় বর্ষে অধ্যায়নরত আছে। গত ০৪/০৩/২০২৪ খ্রিঃ ৩য় বর্ষের আইটেম পরীক্ষা শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ এর একাডেমি ভবনের ৪র্থ তলায় ডাঃ সামাউন নূর শুভ এর কক্ষে অনুষ্ঠিত হচ্ছিল। অভিযুক্ত ডাঃ রায়হান শরীফ(৩২), পিতা-প্রফেসর মোঃ আঃ রাজ্জাক, মাতা-শাহিন পারভীন, সাং-প্রফেসর গার্ডেন এফ৩/এ বিএ কলেজ রোড (সরকারি কলেজ এর পশ্চিম পাশ্বে), থানা ও জেলা-সিরাজগঞ্জ অত্র মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক। ০৪/০৩/২০২৪ খ্রিঃ আইটেম পরীক্ষা চলাকালিন অনুমান ১৫.০০ ঘটিকার সময় অভিযুক্ত ডাঃ রায়হান শরীফ হঠাৎ উত্তেজিত হয়ে ছাত্র-ছাত্রীদের অহেতুক বকাবকি করেন। বকাবকির এক পর্যায়ে তার ব্যাগ থেকে একটি পিস্তল বের করে আরাফাত আমিন তমালকে লক্ষ্য করে গুলি করলে উক্ত গুলিটি আরাফাত আমিন তমালের ডান পায়ের উরুর উপরের অংশে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়।

উক্ত তথ্যের ভিত্তিতে জনাব মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) ও জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), সিরাজগঞ্জদ্বয়ের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার চৌকস টিম ও সিরাজগঞ্জ সদর থানার চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ডাঃ রায়হান শরীফকে হেফাজতে নেয় এবং ঐ শ্রেণী কক্ষের টেবিলের উপর হতে ০১টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ০১টি গুলির খোসা উদ্ধার করে। অভিযুক্তকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানায় যে, তার একটি লেদারের ব্যাগের মধ্যে আরও আগ্নেয়াস্ত্র ও গুলি রয়েছে, উক্ত তথ্যের ভিত্তিতে ১। ০১টি বিদেশী পিস্তল, ২। ৮১ রাউন্ড তাজা গুলি, ৩। ০৪ টি ম্যাগাজিন, ৪। ০২টি বিদেশি কাতানা (ছোরা), ৫। ১০ টি অত্যাধুনিক বার্মিজ চাকু, ৬। ০২টি ব্রাশ নাকেল, ৭। অভিযুক্তের আইডি কার্ড ০১টি, ৮। অভিযুক্তের ব্যবহৃত নিজ নামীয় ডিজিটাল সীল ০১টি, ৯। অভিযুক্তের ব্যবহৃত ০১টি মোবাইল ফোন ও ১১। ০১টি লেদারের ব্যাগ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতঃ

১। ০২টি বিদেশী পিস্তল যার বডিতে ইংরেজিতে MADE IN USA ও MADE IN JAPAN লেখা আছে।
২। ৮১ রাউন্ড তাজা গুলি
৩। ০৪ টি ম্যাগাজিন
৪। ০২টি বিদেশি কাতানা (ছোরা)
৫। ১০ টি অত্যাধুনিক বার্মিজ চাকু
৬। ০২টি ব্রাশ নাকেল
৭। অভিযুক্তের আইডি কার্ড ০১টি
৮। অভিযুক্তের ব্যবহৃত নিজ নামীয় ডিজিটাল সীল ০১টি
৯। ০১টি গুলির খোসা।
১০। অভিযুক্তের ব্যবহৃত GALAXY NOTE 10 LITE মডেলের ০১টি মোবাইল ফোন।
১১। ০১টি লেদারের ব্যাগ।

গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে ভিকটিমের পিতা মোঃ আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে ০১টি এবং এসআই(নিঃ)/মোঃ ওয়াদুদ আলী, পিপিএম, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক এজাহার দায়ের করেন। সার্বিক আইনানুগ প্রস্তুতি শেষে বিজ্ঞ আদালতে অভিযুক্তকে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।