লোহাগাড়ার এসিল্যান্ডের সাড়াশি অভিযান
- আপডেট সময় : ০৪:১৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:-
পবিত্র মাহে রমজান গতকাল ১৯ ই মার্চ মঙ্গলবার বিকাল ৪ টা লোহাগাড়া আমিরাবাদ স্টেশনে বিভিন্ন নিত্যপন্য বেশী দামে বিক্রির দায়ে মাঠে নামলেন লোহাগাড়া উপজেলার এসিলেন্ড ও নির্বাহী ম্যজিস্ট্যাট নাজমুন লায়েল এবং সাথে ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল ইসলাম রাশেদ।।
বিভিন্ন ব্যাবসায়ীদের সতর্ক করলেন এবং ১৩০ টাকা দামের পিয়াজ ৮০ টাকা বিক্রি করার নির্দেশ দিলেন।।
কিছু কিছু লোভী ব্যাবসায়ীরা পবিত্র রমজান মাস আসলে সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় জিনিস ও খাদ্য পন্যের দাম দফায় দফায় বাড়িয়ে সাধারণ জনগণের নাভিশ্বাস করে তোলে।। সে বিষয়ে উপজেলা প্রশাসন কঠোরভাবে সতর্ক করলেন।দোকানে দোকানে মনিটরিং করলেন।।
লোহাগাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান, যেকোন ধরণের নিত্যপণ্যের দাম বেশি দামে বিক্রি করা যাবেনা। মাহে রমজান মাসে সাধারণ মানুষকে কোন প্রকার হয়রানি করা যাবেনা। ৮০ টাকার বেশি দামে পেয়াজ বিক্রি করলে সেসব ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।