লোহাগাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ পালিত
- আপডেট সময় : ০৫:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
লোহাগাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ পালিত
স্টাফ রিপোর্টার:-
দুর্যোগ প্রস্তুতিে লড়বো,স্মার্ট বাংলাদেশ গড়বো এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১০ মার্চ রোববার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে লোহাগাড়া উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ পালিত হয়েছে।
আলোচনা সভায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সর্তকতা ও করণীয় বিষয় নিয়ে বিভিন্ন স্কুলের অংশগ্রহণ কারি ছাত্র-ছাত্রী উপস্থিত সকলের সাথে আলোচনা করেন লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।
উক্ত সভায় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কাজি শফিউল ইসলাম।
সভায় লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া বলেন,দুর্যোগ ব্যবস্হাপনাকে আমরা তৃণমুল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। তারই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদেরকে সচেতন করার জন্য আজকে এই মহড়ার আয়োজন করা হয়।
লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল বলেন,বর্তমান সরকার দুর্যোগ ব্যবস্হাপনায় বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।এলাকার জনগন কিভাবে বিভিন্ন ধরণের অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পায়,সেজন্য জনগনকে সচেতন করার লক্ষ্যে সুন্দর একটি শিক্ষনীয় মহড়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার জনপ্রতিনিধি,সাংবাদিক,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা,স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।