লড়াই এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি : অনিন্দ্য ইসলাম অমিত

- আপডেট সময় : ১২:০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

বাগেরহাট সংবাদদাতা :বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নেতা-কর্মীদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সংসদ নির্বাচন নিয়ে ছিনিমিনি না খেললে শেখ হাসিনাকে এক কাপড়ে পালাতে হতো না।
গতকাল মোংলা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুপুরে টাটিবুনিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, যে উদ্দেশ্য নিয়ে ২০০৯ সালে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের লড়াই শুরু করেছিলাম, সেই লড়াই এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। দেশের বিরুদ্ধে হাজারও ষড়যন্ত্র হচ্ছে। একটি অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, অপিরহার্য সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করবেন। কিন্তু দুর্ভাগ্য ভোটাধিকারসহ গণতন্ত্রের কথা বলতে গেলে আমাদেরকে শুনতে হয় নতুন বন্দোবস্তের সাথে নাকি আমরা তাল মিলাতে পারছি না।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপি নেতা লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, সাবেক ছাত্র নেতা আব্দুল হালিম খোকন, মোংলা পৌর বিএনপির আহ্বায়ক জুলফিকার আলী ও সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক প্রমুখ।