রূপগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনায় উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত: পিআইও আইমিন সুলতানা

- আপডেট সময় : ০৪:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

রাশেদুল ইসলাম রাসেল, স্টাফ রিপোর্টার,নারায়নগঞ্জ:-
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জনাবা আইমিন সুলতানা।
তিনি জানান, রূপগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় দরিদ্র ও অসহায়দের মাঝে সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। শীত মৌসুমে শীতবস্ত্র ও বিভিন্ন সময় শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে উপকারভোগীদের মধ্যে ১০ কেজি করে চাল সরবরাহ করা হয়েছে।
তিনি আরও জানান, টি.আর. ও কাবিখা প্রকল্পের মাধ্যমে রাস্তাঘাট নির্মাণ ও পূর্ণনির্মাণ, কবরস্থানের মাটি ভরাট, বিদ্যালয় ও খেলার মাঠ উন্নয়ন, স্যাম্পল স্থাপন এবং কৃষিজমিতে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে সোলার স্ট্রিট লাইট স্থাপন ও মসজিদ-মাদ্রাসার উন্নয়ন কার্যক্রমে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
পিআইও আইমিন সুলতানা আরও বলেন, “জি.আর. কর্মসূচির আওতায় খাদ্যশস্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা প্রদান করা হয়েছে। গোলাকান্দাইল ইউনিয়নে এইচ.বি.বি রাস্তা নির্মাণ করা হয়েছে।”
তিনি জানান, হিজড়া, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মাঝে বিশেষভাবে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। রূপগঞ্জের বিভিন্ন ইউনিয়নে বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছে এবং প্রতিটি প্রকল্পের যথাযথ প্রমাণাদি তার দপ্তরে সংরক্ষিত রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি যে কোনো সময় প্রকল্পগুলোর প্রমাণ দেখাতে প্রস্তুত আছি।”