রায়গঞ্জ উপজেলা ধানগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:১৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোটার :
রায়গঞ্জ উপজেলাধীন ধানগড়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে , সাধারন সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খানের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াত এর মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং যেসকল নেতাকর্মী গ্রেফতার হয়েছিল তাদের সৌজন্যে এই ইফতার মাহফিলের আয়োজন। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোঃ সাইদুর রহমান বাচ্চু,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক চার চার বারের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের সুযোগ্য সন্তান, সিরাজগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য রাহিদ মান্নান লেনিন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,সহ দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক আহসান হাবীব উজ্জল,শহর যুবদলের সংগ্রামী সাধারন সম্পাদক তৌহিদুর রহমান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক ভিপি আইনুল হক সহ যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।