রামনগর ইউনিয়নে সড়ক উদ্বোধন করলেন ফরিদ চৌধুরী
- আপডেট সময় : ০৫:১৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে
রামনগর ইউনিয়নে সড়ক উদ্বোধন করলেন ফরিদ চৌধুরী
নিজেস্ব প্রতিনিধি।
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিরাজসিঙ্গা গ্রামের হাতিয়ার হাট হতে মিস্ত্রিপাড়া সংযোগ সড়ক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। সোমবার বিকালে এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ওয়াজেদ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল আলম ভুট্টো, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ। ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নয়ন ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, ইউপি সদস্য রাশেদ হোসেন, রামপ্রসাদ রায়, জাহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা সাগর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হুসাইন কবির।