রাত ৮ টায় গ্রামের মাঠে ক্রিকেট টুর্নামেন্ট ডিজিটাল বাংলাদেশের উপহার

- আপডেট সময় : ০২:১৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে

মোঃতৌহিদুর রহমান,ক্রাইম রিপোর্টার,যশোর:-
বাঘারপাড়া উপজেলার,১ জহুরপুর ইউনিয়ান ৬নং ওয়ার্ড ,মাঝিয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ঈদুল ফিতর উপলক্ষে মাঝিয়ালী যুব সমাজের উদ্যোগে রাত ৮ টায় হয়ে গেল মিনি ক্রিকেট নাইট টুর্নামেন্ট। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট দেখতে ভিড় জমায় কয়েক শত দর্শক।
চার-ছক্কা হাঁকালে বা আউটের সময়ে করতালি আর চিৎকার ধ্বনিতে খেলোয়াদের উৎসাহ জোগান দর্শকরা। এদের প্রায় সবাই বয়সে শিশু-কিশোর ও যুবক।
বৃহস্পতিবার ১১এপ্রিল ২০২৪ রাতের প্রথম প্রহরে এমনই এক প্রাণবন্ত মিনি ক্রিকেট নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন:-জনাব শ্রী গৌরাঙ্গ বিশ্বাস স্বাধীন।
বিশেষ অতিথি ছিল :-আলিমুজ্জামান লিটন এবং আব্দুল আজিজ।
সভাপতি ছিল :-আমিনুদ্দিন বিশ্বাস।
এবিষয়ে আয়োজক কমিটির সদস্য :- মাঝিয়ালী যুব সমাজের পক্ষে মোঃ ফয়সালা হাসান।