রাত ভর ঘুরে ঘুরে সুবিধা বঞ্চিতদের মাঝে সেহেরি বিতরণ করছে “গাজীপুর হেল্পলাইন” ফেজবুক গ্রুপের এডমিনগন

- আপডেট সময় : ০৬:০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে

রাত ভর ঘুরে ঘুরে সুবিধা বঞ্চিতদের মাঝে সেহেরি বিতরণ করছে “গাজীপুর হেল্পলাইন” ফেজবুক গ্রুপের এডমিন গন
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের চন্দ্রা হতে জয়দেবপুর রেলস্টেশন পর্যন্ত ঘুরে ঘুরে সুবিধা বঞ্চিতদের মাঝে সেহেরি বিতরণ করছেন একটি মানবিক সংগঠন – ” গাজীপুর হেল্পলাইন ” ।
ইতি পূর্বে এই সংগঠন ২০১৮ সাল থেকে অসহায়দের নিয়ে অনেক কাজ করে আসছে।
২৩ মার্চ রাত ১২ টার দিকে তারা সুবিধা বঞ্চিতদের মাঝে সেহেরি বিতরণ শুরু করে। এসময় তারা গাজীপুর কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে জয়দেবপুর রেলস্টেশন পর্যন্ত ঘুরে ঘুরে প্রায় শতাধিকেরও বেশি মানুষকে সেহেরি বিতরণ করেন।
রাত যখন গভীর,সবাই নিদ্রায় তখন থেমে নেই এই মানবিক সংগঠন। মিনি ট্রাকে করে সেহেরি নিয়ে বেড়িয়ে পড়েন । সেহেরিতে যা ছিলো – ভাত,মুরগির মাংস,আলু ভর্তা,ডাউল,পানি (ওয়ান টাইম প্যাকেটে)
তাদের ক্ষুদ্র প্রচেষ্টা অসহায়দের মুখে হাঁসি ফুটিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, গ্রুপের চেয়ারম্যান- আবু সালেহ সেহতাব, পরিচালক -আমিনুর রহমান, এডমিন – আব্দুল মাজেদ সিয়াম, মডারেটর – পারভেজ, সোহেল রানা,মনজিদ আলী, রোকসানা খাতুন।
স্বেচ্ছাসেবী – রাসেল আহমেদ,বাবু হোসেন, শাওন,নাঈম, সিয়াম,ছাব্বির ।
গ্রুপের চেয়ারম্যান আবু সালেহ সেহতাব এর সাথে কথা বললে তিনি বলেন, আমরা এই রমজানে এই নিয়ে ২য় দফা সেহেরি বিতরণ করছি। যদি সম্ভব হয় রমজানের শেষের দিকে আরো এক দফা সেহেরি বিতরণ করবো। আমাদের এই গ্রুপ টি হচ্ছে তথ্য ও সহায়তা মূলক একটি প্লাটফর্ম।আমরা আমাদের গ্রুপের মাধ্যমে সবাইকে তথ্য দিয়ে সহায়তা করি এবং যতটুকু সম্ভব চেষ্টা করি অসহায়দের পাশে থাকার।
আমরা নিজেদের অর্থায়নে চেষ্টা করি যতটুকু সম্ভব করার তবে যদি বাইরে থেকে এবং সরকারের থেকে আর্থিক সহায়তা পাই তবে আমরা এই কাজটা আরো বড় আকারে করতে পারবো,আরো বেশি সুবিধা বঞ্চিতদের কাছে পৌঁছাতে পারবো।
গ্রুপের পরিচালক আমিনুর রহমান বলেন, আমাদের এই গ্রুপ স্থাপিত ২০১৮ সাল থেকে। বিগত ৫ বছরে প্রায় প্রতি মাসেই আমরা মাঠ পর্যায়ে কিছু না কিছু করি। আমরা পর্যায় ক্রমে অসহায়দের সব কিছু দেয়ার চেষ্টা করি।সেই সাথে বিনামূল্যে রক্ত পরীক্ষা এবং রক্তের প্রয়োজন হলে তা ব্যাবস্থা করে দেই।
আমাদের কাজ গুলো হয় সব নিজেদের অর্থায়নে। যদি বাইরে থেকে আমরা আর্থিক সহায়তা পাই তবে আমাদের কাজ আরো গতিশীল করতে পারবো।
তাদের এই কাজকে সাধুবাদ জানিয়ে হাইওয়ে পুলিশ সুপার মোঃ জুবায়ের হোসেন বলেন, এই সময় এমন মানবিক কাজ খুব কমই দেখা যায়। আমি তাদের গ্রুপে সদস্য হিসেবে যুক্ত আছি এবং তাদের সকল কার্যক্রম দেখি। তাদের এই কার্যক্রম গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের থেকে যতটুকু সম্ভব সাপোর্ট দেয়ার আমরা দিবো।তবে ওনাদের এই কাজকে আরো বিস্তার করতে সকলের সাপোর্ট এবং সহযোগিতা দরকার।
I’m extremely impressed with your writing abilities and also with the structure on your weblog.
Is this a paid topic or did you customize it your self?
Either way keep up the excellent high quality writing, it’s uncommon to see a great blog like this one nowadays.
HeyGen!