রাতের আঁধারে ভেঙ্গে দেওয়া সেই ৪০ বছরের পুরনো গণশৌচাগার ফিরল নতুন রুপে

- আপডেট সময় : ০১:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

মাসুদুল ইসলাম মাসুদঃ গত ২৪ আগস্ট – ২০২৪ ইং রাতের আঁধারে দূর্বৃত্তরা ভেঙ্গে মাটির সাথে গুড়িয়ে দেয় বিগত ৩৫/৪০ বছরের পুরনো আজাদী বাজারের একমাত্র গণশৌচাগার টি। সেটি নিয়ে এলাকায় তেলপাড় ও সমালোচনার ঝড় বয়ে যায়। এরপর কতৃপক্ষ ও বাজার ব্যবসায়ী কমিটি ওপরের মহলকে অবহিত করেন। এরপর সাথে উপজেলা নির্বাহী অফিসার ও ভূমি অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন পূর্বক এ্যাকশন শুরু করে। স্থানীয় ভূমি অফিস বাদী হয়ে মামলা হয়। ঘটনাস্থল সহ আশপাশে অনেক খাসভুক্ত সরকারি জায়গা বের হয়ে আসে। যা ভূমি অফিসের আয়ত্বে নিয়ে আসে। পরবর্তীতে উপজেলা প্রশাসন, স্থানীয় ভূমি অফিস, আজাদী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, স্থানীয় নেতৃবৃন্দ সহ বেশ কয়েকবার বৈঠক করে উক্ত জায়গায় একটি নতুন গণশৌচাগার তৈরীর সিদ্ধান্ত হয়। বাজার ব্যনসায়ী কল্যাণ সমিতির অর্থায়ানে নতুন করে কাজ শুরু হয়। প্রায় ৬/৭ লক্ষ টাকা ব্যয়ে একটি আধুনিক রুচিসম্মত গণশৌচাগার নির্মাণ তৈরি করে বিগত দিনে তা ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার, ফটিকছড়ি এসিল্যান্ড (ভুমি), আজাদী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতিসহ সকলের উপস্থিতিতে তা উদ্বোধন করা হয়। উপস্থিত সকলে দেখে কাজের ভুয়সী প্রশংসা করেন সবাই। যুগোপযোগী একটি টয়লেট, বাথরুম,প্রস্রাবখানা, অজুর স্থান, বিশুদ্ধ পানি পান করার ব্যবস্থা এবং পুরুষদের জন্য আলাদা ও মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা থাকায় এটার মান আরো বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ এতে বেশ আগ্রহী প্রকাশ করেন। ইংলিশ কনেড হতে শুরু করে আধুনিক সব ব্যবস্থা রয়েছে। অসুস্থ রোগী, ক্রেতা সাধারণ, বিক্রেতা সকলে এটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবে। এর টিক দক্ষিণ পাশে সি এন জি স্টেশন ( খাস মহলের সামনে) একটি যাত্রী সেবার জন্য যাত্রী ছাউনি তৈরি করেন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ হতে। এটিও একি দিন একি সময়ে উদ্বোধন করেন অতিথিরা। অতিথিরা বলেন এগুলো আপনাদের সম্পদ আপনারাই রক্ষানাবেক্ষন করবেন এটাই আমাদের প্রত্যাশা।