ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, দশজন আহত ঢাকা সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ে নতুন অধ্যক্ষের যোগদান সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে — মির্জা আলমগীর ডাক্তার শহিদুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জি এম আব্বাস উদ্দিন ঢাকা সাভারে জামিনে বের হয়ে বাদীর স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণের চেষ্টা ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে পিস্তলসহ গ্রেপ্তার ২৫ দেশে প্রথমবারের কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ১২ ও ১৩ ফেব্রুয়ারি জেলা পুলিশ যশোরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের ব্যাতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতা

রাতের আঁধারে দুর্বৃত্তদের পরিকল্পনায় পোল্ট্রি মুরগির ফার্মে আগুন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টারঃ
সাতক্ষীরা সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়নে খানপুরে রাতের আঁধারে দুর্বৃত্তদের পরিকল্পনায় পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শী মো: ফজলুল হক জানান, এলাকার কিছু মাদকাসক্ত কিশোর গ্যাংয়ের অত্যাচার অধিষ্ট এলাকাবাসী, আজ রাত আনুমানিক ১০ থেকে ১১টার দিকে আমার পোল্ট্রি মুরগির ফার্মে আগুন জ্বালিয়ে দেয়, ও আমার ফার্মের আছে গাছ কেটে ফাকা করে দিয়েছে এই মাদকাসক্ত কিশোর গাংরা, আজ রাত ৭টা দিকে আমার ছেলের সাথে এক হাজার টাকাকে কেন্দ্র করে বাগবিতর্ক সৃষ্টি হয় খানপুর বাজারে তাকে দেশীয় অস্ত্র দেখিয়ে প্রাণনাসের হুমকি দেয় ও মাছের ঘের ধ্বংস করারও হুমকি দেয় তারা।

তিনি আরও বলেন বৃহস্পতিবার রাত আনুমানিক এগারোটার দিকে আমার পোল্ট্রি ফার্মে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় ও সব গাছ কেটে ফেলে। এরপরে আমার পাশের ঘরের বাসায় থেকে একটা মটর চুরি করে নিয়ে যায় এই মাদকাসক্ত কিশোর গ্যাংরা, আমি চাই দূরত্ব এই কিশোর গ্যাং মাদকাসক্তকে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যাতে করে আর কেউ এই মাদকাসক্ত কিশোর গ্যাংয়ের কারণে মটরচুরি, তার চুরি মাছের ঘেরের বিভিন্ন জিনিসপত্র রাতের আঁধারে চুরি হাত থেকে অতিষ্ঠ না হয়।

পাশের ঘের মালিক মো: মুজাহিদ বলেন, এই রাত্রে আমার ঘেরের বাসার তালা ভেঙে সেচমোটর চুরি করে নিয়ে গিয়েছে, ও আমার চাচার মুরগির ফার্মে আগুন ধরিয়ে দিয়েছে এই এলাকার কিশোর গ্যাঙরা প্রত্যেক বছরে দু দশটা করে মোটর চুরি করে, তারা মাদক শ্রাবণ করে এর বিডি ব্যবস্থা দূরত্ব করা দরকার।

এলাকার যুবনেতা আল আমিন বলেন, আমি বাজারে মুগলেসুরের দোকানে দাঁড়িয়ে ছিলাম ঔরাতে দেখলাম অনেক ছেলেরা গ্যাঞ্জাম করছে, কুলপোতার গ্রামের অপুর ছেলে দীপ্ত এসে বলে টাকা আমার, সদিপ্তো বলছে টাকা ওরনা, টাকা আমার, টাক আমি মামুনের দিয়েছিলাম কিন্তু ওই সময় ওর সাথে ঝামেলা মিটে গিয়েছে আমার কোন টাকা দাবির দাবা নেই। রাসেল, আফজাল, রনির হাতে বেলেট ছিল, মামুনের মারবে বলছে ও এরা এসে জোর পূর্বেক ভাবে টাকা আদায় করবে মামুন এর কাছ থেকে।

তিনি আরও বলেন রাত দশটা এগারোটা বাজে আমি বাড়ি গিয়ে শুয়ে পড়েছি, শুনতে পায় ফজলুর ঘরের পোল্ট্রি ফার্মে আগুন ধরে দিয়েছে। আমি এসে দেখলাম আশপাশের কলাগাছ ও অন্যান্য গাছ কেটে ফাঁকা করে দিয়েছে পোল্ট্রি ফার্মে আগুন জ্বালিয়ে দিয়েছে। আর সকালে গিয়ে দেখি আমাদের মুজাহিদের ঘেরের বাসা থেকে সেচমোটর ও চুরি হয়ে গেছে। এই কিশোর গ্যাংরা মাদকাসক্ত ও ছুরির সাথে জড়িত।

প্রত্যক্ষদর্শী মাো: ফজলুল হক আরও বলেন, আমি বাদী হয়ে চারজনের নামে থানায় অভিযোগ করছি, বিবাদীরা হলেন ১। মোঃ রাসেল হোসেন (২৫), পিতা: আক্তারুজ্জামান, ২। মোঃ আফজাল হোসেন (২২), পিতা: সাজ্জাত হোসেন
৩। দীপ্ত (২২), পিতা: শ্রী অপু সরকার, ৪। মোঃ রনি (২২), পিতা: মোঃ মনিরুজ্জামান। এবং আরও অজ্ঞাতনামা ৩/৪ জন বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ করছি দূরত্ব আইনের আওতায় আনা হোক এদেরকে প্রত্যয় কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমি এই প্লাটফর্মটি তৈরী করেছি এ দেশের সাধারণ মানুষের কন্ঠস্বর হিসাবে পরিচালিত করার জন্য।আমরা অবিরত থাকবো সততা নিয়ে সত্যের সাথে। দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা এ দেশের নির্যাতিত ও নিপীড়িত গনমানুষের কথা বলবে এবং সত্য প্রকাশে থাকবে আপোষহীন।
ট্যাগস :

রাতের আঁধারে দুর্বৃত্তদের পরিকল্পনায় পোল্ট্রি মুরগির ফার্মে আগুন

আপডেট সময় : ০৯:০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

ক্রাইম রিপোর্টারঃ
সাতক্ষীরা সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়নে খানপুরে রাতের আঁধারে দুর্বৃত্তদের পরিকল্পনায় পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শী মো: ফজলুল হক জানান, এলাকার কিছু মাদকাসক্ত কিশোর গ্যাংয়ের অত্যাচার অধিষ্ট এলাকাবাসী, আজ রাত আনুমানিক ১০ থেকে ১১টার দিকে আমার পোল্ট্রি মুরগির ফার্মে আগুন জ্বালিয়ে দেয়, ও আমার ফার্মের আছে গাছ কেটে ফাকা করে দিয়েছে এই মাদকাসক্ত কিশোর গাংরা, আজ রাত ৭টা দিকে আমার ছেলের সাথে এক হাজার টাকাকে কেন্দ্র করে বাগবিতর্ক সৃষ্টি হয় খানপুর বাজারে তাকে দেশীয় অস্ত্র দেখিয়ে প্রাণনাসের হুমকি দেয় ও মাছের ঘের ধ্বংস করারও হুমকি দেয় তারা।

তিনি আরও বলেন বৃহস্পতিবার রাত আনুমানিক এগারোটার দিকে আমার পোল্ট্রি ফার্মে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় ও সব গাছ কেটে ফেলে। এরপরে আমার পাশের ঘরের বাসায় থেকে একটা মটর চুরি করে নিয়ে যায় এই মাদকাসক্ত কিশোর গ্যাংরা, আমি চাই দূরত্ব এই কিশোর গ্যাং মাদকাসক্তকে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যাতে করে আর কেউ এই মাদকাসক্ত কিশোর গ্যাংয়ের কারণে মটরচুরি, তার চুরি মাছের ঘেরের বিভিন্ন জিনিসপত্র রাতের আঁধারে চুরি হাত থেকে অতিষ্ঠ না হয়।

পাশের ঘের মালিক মো: মুজাহিদ বলেন, এই রাত্রে আমার ঘেরের বাসার তালা ভেঙে সেচমোটর চুরি করে নিয়ে গিয়েছে, ও আমার চাচার মুরগির ফার্মে আগুন ধরিয়ে দিয়েছে এই এলাকার কিশোর গ্যাঙরা প্রত্যেক বছরে দু দশটা করে মোটর চুরি করে, তারা মাদক শ্রাবণ করে এর বিডি ব্যবস্থা দূরত্ব করা দরকার।

এলাকার যুবনেতা আল আমিন বলেন, আমি বাজারে মুগলেসুরের দোকানে দাঁড়িয়ে ছিলাম ঔরাতে দেখলাম অনেক ছেলেরা গ্যাঞ্জাম করছে, কুলপোতার গ্রামের অপুর ছেলে দীপ্ত এসে বলে টাকা আমার, সদিপ্তো বলছে টাকা ওরনা, টাকা আমার, টাক আমি মামুনের দিয়েছিলাম কিন্তু ওই সময় ওর সাথে ঝামেলা মিটে গিয়েছে আমার কোন টাকা দাবির দাবা নেই। রাসেল, আফজাল, রনির হাতে বেলেট ছিল, মামুনের মারবে বলছে ও এরা এসে জোর পূর্বেক ভাবে টাকা আদায় করবে মামুন এর কাছ থেকে।

তিনি আরও বলেন রাত দশটা এগারোটা বাজে আমি বাড়ি গিয়ে শুয়ে পড়েছি, শুনতে পায় ফজলুর ঘরের পোল্ট্রি ফার্মে আগুন ধরে দিয়েছে। আমি এসে দেখলাম আশপাশের কলাগাছ ও অন্যান্য গাছ কেটে ফাঁকা করে দিয়েছে পোল্ট্রি ফার্মে আগুন জ্বালিয়ে দিয়েছে। আর সকালে গিয়ে দেখি আমাদের মুজাহিদের ঘেরের বাসা থেকে সেচমোটর ও চুরি হয়ে গেছে। এই কিশোর গ্যাংরা মাদকাসক্ত ও ছুরির সাথে জড়িত।

প্রত্যক্ষদর্শী মাো: ফজলুল হক আরও বলেন, আমি বাদী হয়ে চারজনের নামে থানায় অভিযোগ করছি, বিবাদীরা হলেন ১। মোঃ রাসেল হোসেন (২৫), পিতা: আক্তারুজ্জামান, ২। মোঃ আফজাল হোসেন (২২), পিতা: সাজ্জাত হোসেন
৩। দীপ্ত (২২), পিতা: শ্রী অপু সরকার, ৪। মোঃ রনি (২২), পিতা: মোঃ মনিরুজ্জামান। এবং আরও অজ্ঞাতনামা ৩/৪ জন বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ করছি দূরত্ব আইনের আওতায় আনা হোক এদেরকে প্রত্যয় কামনা করছি।