রাণীশংকৈল সাবেক পৌর প্রশাসক এর জানাজার নামাজে হাজারো জনতার ঢল

- আপডেট সময় : ০৬:১৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

একে আজাদ. ঠাকুরগাঁও প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক বর্ষিয়ান রাজনীতিবিদ মঞ্জুরুল আলম (৭২) শুক্রবার (৩০ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মরহুমের জানাযা নামাজ শনিবার (৩১ মে) সকাল ১০ টায় নিজ বাড়ি সংলগ্ন বনগাঁও দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। তাঁর জানাযায় জেলা উপজেলা ইউনিয়ন বিএনপি সহ সকল শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ সমাধিত করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন- বিএনপি’র জেলা, উপজেলা, ইউনিয়নসহ বিভিন্ন দলের রাজনৈতিক অঙ্গ সংগঠন,সামাজিক,শিক্ষক এবং গণমাধ্যম কর্মীরা
একে আজাদ নিজস্ব ঠাকুরগাঁও প্রতিনিধি..