রাণীশংকৈল থানা পুলিশ দুর্গম পাহাড়ী অরণ্য থেকে আসামি গ্রেফতার করেছে।।
- আপডেট সময় : ০৩:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে
একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি।।
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল থানা পুলিশ ২৫ ফেব্রুয়ারী খাগড়াছড়ি জেলার হাটহাজারী মডেল থানা পুলিশের সহযোগীতায় আলীপুর সাকিনের দূর্গম পাহাড়ের গভীর জঙ্গল থেকে আসামীকে আটক করেছে।
জানা যায়, গৃহশিক্ষক নাবালিকা মেয়েকে নিয়ে উধাও হওয়ার ঘটনায় ২১ ফেব্রুয়ারী উপজেলার রায়পুর গ্রামের মেয়ের বাবা মহিদুর বাদি হয়ে রাণীশংকৈল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৭/৩০ ধারায় মামলা করে মামলা নং- ২৫/৫৬ । অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক,(রাণীশংকৈল সার্কেল) এর নেতৃত্বে অফিসার ইনচার্জ সোহেল রানা তথ্য প্রযুক্তি ব্যবহার করে এসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ২৫ ফেব্রুয়ারী খাগরাছড়ি জেলার মানিকছড়ি উপজেলার শমসের আলী’র পুত্র শহিদুল ইসলাম (২২) কে খাগড়াছড়ির দুর্গম পাহাড়ের গভীর জঙ্গলে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও আসামীকে গ্রেফতার করে।
পরদিন সোমবার ভিকটিমের ২২ ধারার জবানবন্দী শেষে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।