সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল গণধিকার পরিষদের নেতৃবৃন্দগনের রংপুরের জুলাই বিপ্লবের শহীদ বীরশ্রেষ্ঠ আবু সাঈদের সমাধিস্থল জিয়ারত

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ২২ বার পড়া হয়েছে

এ কে আজাদ,ঠাকুরগাঁও প্রতিনিধি:-
ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলা শাখার গণধিকার পরিষদের নেতৃবৃন্দরা. গত ৩রা জানুয়ারি বাদ জুম্মা জুলাই বিপ্লবের রংপুরের শহীদ বীরশ্রেষ্ঠ আবু সাঈদের সমাধিস্থল জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন.. উপজেলা শাখার গণধিকার পরিষদের সমন্বয় সোহরাব আলী. সদস্য সচিব জাফর আলী. ওর আহ্বায়ক ইয়াকুব আলী মাস্টার. সদস্য কাজী আলামিন সদস্য বাদল রানা প্রমুখ.। নেতৃবৃন্দরা পরিশেষে আবু সাঈদের পিতা-মাতা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।