রাণীশংকৈলে ১৫ই আগস্ট এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:২৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

একে আজাদ,ঠাকুরগাঁও প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সহ বিভিন্ন দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া ৫ আগস্ট শহিীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৫তম জন্মবার্ষিকী এবং ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই বুধবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নিবার্হী অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব, সাবেক এমপি ইয়াসিন আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন আক্তার, ওসি জয়ন্ত কুমার সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের যথাযথ মূল্যায়ন করে জাতীয় পতাকা উত্তোলন করতে সবাইকে আহ্বান জানান।