রাণীশংকৈলে ১০ পরিবারের ১৬টি ঘর আগুনে পুড়ে ছাই

- আপডেট সময় : ১২:১৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ২০৮ বার পড়া হয়েছে

লএকে আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে রান্না ঘরের চুলার আগুনের সূত্রপাতে অগ্নিকাণ্ডে ১০ পরিবারের বাড়ি-ঘর পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে।
১২ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা রাতোর ইউনিয়নের বাবুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
উপজেলা ফায়ার সার্ভিস অফিসার নাছিম ইকবাল জানায়,খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। এতে প্রায় ১০টি পরিবারের সদস্যদের শয়ন কক্ষ ১৬টি, গোয়াল ঘর ৮টি, খড়ি ঘর ২টি, রান্না ঘর ১০টি, খড়ের গাদা ২টি, ও দোকান ঘর ১টি,
আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়. ক্ষতির পরিমাণ দুই লক্ষ ষাট হাজার টাকার সমপরিমাণ। ৬ লক্ষ আঁশি হাজার টাকার মালামাল ফায়ার সার্ভিস রক্ষা করেছে।
রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করছে ফায়ার সার্ভিস।
এ দিকে অগ্নিকাণ্ডের খবর শুনে রাতে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে. চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামায়েল মার্ডি আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৩ হাজার টাকা ১টি করে কম্বল ও শুকনা খাবারের প্যাকেট তুলে দেন।
I’m extremely inspired together with your writing talents and also with the layout to your blog. Is that this a paid theme or did you customize it yourself? Anyway stay up the excellent quality writing, it is uncommon to peer a nice weblog like this one nowadays!